www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসা নয় চিরন্তন

তোমার ভালোবাসার নোনাধরা দেয়ালে,
আমি আঁকব সূর্যের মতো উজ্জল এক ছবি।
তোমার মরচে পড়া হৃদয়ের আঙিনায়,
আমি বানাব এক নতুন সবুজ পৃথিবী।
স্পর্শ করে যাবে ভালোবাসার সুবাতাস,
তোমার আনন্দের দিনে, তোমার বেদনার দিনে।
তোমার বিগত দিনের দুঃসহ স্মৃতি ভুলে,
নতুন সময়কে আপন করে নিও টেনে।

প্রেম কভু মরেনা, জেনে নিও।
হউক তা প্রথম, হউক তা শেষ।
সবগুলো ভালোবাসা বেঁচে থাকে,
আমাদের অন্তরের গভীরে, অনিঃশেষ।
আমরা হয়তো ভালবেসে ফেলি ভুল সময়ে,
আমরা হয়তো ভালবেসে ফেলি ভুল মানবে,
আমাদের ভালোবাসা কভু ভুল নয়,
সঠিক মানুষ চিনতে হয়তো ভুল হয়।

সতত, নিরন্তর, হৃদয়ে থাকে ভালোবাসার অনুভূতি,
কখনো তা চাপা থাকে কঠিন পাথরে,
কখনো বা চাপা থাকে নরম আবরণে।
কখনো তা প্রকাশ করি স্বতঃস্ফুর্ত আবেগে,
কখনো তা চেপে রাখি বৈরী সময়ে।

ভালোবাসা চিরকাল বহে না এক পথে,
প্রমত্তা নদীও শুকায় কালের আবর্তে।
আজ যাকে ভালবেসে মনপ্রান উজাড় তোমার,
একঘেয়ে লাগবে তাঁকে জীবনের পরিক্রমায়।
লৌলিকতার ভয়ে কিংবা বাস্তবতার বিবেচনায়,
তবুও একসাথে হেঁটে যাবে পথের শেষ সীমানায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Md. Rayhan Kazi ২৮/০৬/২০২০
    দুর্দান্ত
  • ইতি হালদার ২৭/০৫/২০২০
    কাব্যময় লেখনী
  • ভালোবাসা চিরন্তন হওয়াই ভালো।
  • পরিপাটি লেখা।
  • ফয়জুল মহী ২৫/০৫/২০২০
    দুর্দান্ত প্রকাশ।
 
Quantcast