অনলাইনে নিশিরাতের প্রেম
এই বেলায় তবে সাইন-আউট হই প্রিয়তমা,
নিশি হলো যে গভীর।
অস্থির তন্দ্রাচ্ছন্ন এই সময়ে,
হৃদয়ের ভালোলাগা সব দেহে গিয়ে থামে,
ব্যাকুল হয়ে খুঁজে তোমার দেহের উত্তাপ,
আমার শরীলের দূরতম নিম্নভাগ।
মোবাইল, ল্যাপটপের রঙ্গীন পর্দায়,
তোমার বাহারি সব ছবি দেখা যায়।
হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাই খুব,
তোমার অনন্ত যৌবনের উত্তপ্ত রূপ।
জগতের সবকিছু তুচ্ছ মনে হয়,
তোমার একটু স্পর্শের কাছে।
কত শত লোকানো আদর,
তোমার আমার দেহের ভাঁজে ভাঁজে।
দোহাই লাগে সখি!
এই বেলায় তুমি যাও।
রাত নেই বেশি বাকি আর,
না পাবার বেদনায় শরীল কাঁপছে আমার।
কিছুতেই সহ্য হয়না এই বিচ্ছেদ ভার।
যদি আজ হতাম কোনো মন্ত্রপূত সাধু,
অথবা কোনো তান্ত্রিক সাধক,
যাদুবলে তোমাকে নিয়ে আসতাম,
আমার অশান্ত বুকের প’রে।
গভীর রাতের অতৃপ্ত বাসনা,
মিটাতাম দুজনে, প্রানভরে।
নিশি হলো যে গভীর।
অস্থির তন্দ্রাচ্ছন্ন এই সময়ে,
হৃদয়ের ভালোলাগা সব দেহে গিয়ে থামে,
ব্যাকুল হয়ে খুঁজে তোমার দেহের উত্তাপ,
আমার শরীলের দূরতম নিম্নভাগ।
মোবাইল, ল্যাপটপের রঙ্গীন পর্দায়,
তোমার বাহারি সব ছবি দেখা যায়।
হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাই খুব,
তোমার অনন্ত যৌবনের উত্তপ্ত রূপ।
জগতের সবকিছু তুচ্ছ মনে হয়,
তোমার একটু স্পর্শের কাছে।
কত শত লোকানো আদর,
তোমার আমার দেহের ভাঁজে ভাঁজে।
দোহাই লাগে সখি!
এই বেলায় তুমি যাও।
রাত নেই বেশি বাকি আর,
না পাবার বেদনায় শরীল কাঁপছে আমার।
কিছুতেই সহ্য হয়না এই বিচ্ছেদ ভার।
যদি আজ হতাম কোনো মন্ত্রপূত সাধু,
অথবা কোনো তান্ত্রিক সাধক,
যাদুবলে তোমাকে নিয়ে আসতাম,
আমার অশান্ত বুকের প’রে।
গভীর রাতের অতৃপ্ত বাসনা,
মিটাতাম দুজনে, প্রানভরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইতি হালদার ২৭/০৫/২০২০অসাধারন লেখনী।
-
বিশ্বামিত্র ২৫/০৫/২০২০খুব সুন্দর প্রেমের আকুতি!কবিকে ধন্যবাদ।ভাল থাকুন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/০৫/২০২০অপূর্ব।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৫/০৫/২০২০খুবই ভালো...
-
ফয়জুল মহী ২৫/০৫/২০২০দারুণ লেখা