প্রেম নয় প্রয়োজন
আমার প্রয়োজন সহসা মিটে গেল তোমার?
সহসা ভুলে গেলে ধনুক ভাঙ্গাপণ?
কে আজ অধিকার করে নিল,
নতুন জাগা চরের মতন, তোমার মন?
হযবরল – আমাদের জীবনের অবসরে,
কখন তুমি চলে গিয়েছো দূরে,
বুঝতে পারিনি কিছুই তার।
বুঝবার সময় বয়ে গেছে বহু আগে,
এখন আর বুঝবার নেই কোনো দায়।
এক সাথে কপাটবদ্ধ হয়ে থাকা,
কখনোই প্রেম নয়।
একসাথে কাঁধে জোয়াল ফেলে হেঁটে যাওয়া,
পথের সাথী নয়।
শুধু জীবনের প্রয়োজনে পাশাপাশি থাকা,
শুধু বাঁচবার অন্বেষণে আঁকড়ে ধরে রাখা,
ভালোবাসা নয় কোনোমতে।
শুধু এক সামাজিক নিয়ম,
মধ্যরাতের প্রয়োজন মেটাতে।
একসাথে বসিনি কোনোদিন,
পূর্নিমার চাঁদের আলোয়।
একসাথে ভিজিনি কোনোদিন,
বর্ষার অঝোর ধারায়।
হয়নি কোনোদিন একসাথে হাটা,
হৃদয়ে হৃদয় ছুঁয়ে।
হয়নি কোনোদিন গানের কলি ভাজা,
সুরে সুর মিলিয়ে।
আমারে কোনোদিন তাই, তুমি ডাকো নাই,
তোমার একাকী বিষন্ন সময়ে।
তোমারেও আমি চাইনি কোনোদিন,
আমার হৃদয়ের প্রয়োজনে।
পাশাপাশি বয়ে চলা অবিরাম,
ছিলনা কোনো প্রেমের উত্তাপ।
আমাদের হৃদয়ে তাই বরফ জমে গেছে,
আমাদের অন্তরের সবুজ পাতারা মরে গেছে।
ক্ষয়ে গেছে, চূরে গেছে,
যত বন্ধন ছিল।
ভিজে গেছে, পচে গেছে,
যত সামাজিক দায় ছিল।
আজ তাই তুমি মুক্ত করেছো নিজেকে,
তোমাকে ফেরাতে যাইনি আমি আর।
কিসের বলে তোমাকে ফিরাবো আমি,
আমার কি আছে কোনো অধিকার?
তুমি যাও,
যেখানে তোমার বিবর্ন পাতা সবুজ হবে।
তুমি যাও,
যার তরে তোমার মনে প্রেম জেগেছে।
আমি রুদ্ধ, একাকী, বসে রব ঠাই,
হয়তো আমার মনে এখনো প্রেম জাগে নাই।
সহসা ভুলে গেলে ধনুক ভাঙ্গাপণ?
কে আজ অধিকার করে নিল,
নতুন জাগা চরের মতন, তোমার মন?
হযবরল – আমাদের জীবনের অবসরে,
কখন তুমি চলে গিয়েছো দূরে,
বুঝতে পারিনি কিছুই তার।
বুঝবার সময় বয়ে গেছে বহু আগে,
এখন আর বুঝবার নেই কোনো দায়।
এক সাথে কপাটবদ্ধ হয়ে থাকা,
কখনোই প্রেম নয়।
একসাথে কাঁধে জোয়াল ফেলে হেঁটে যাওয়া,
পথের সাথী নয়।
শুধু জীবনের প্রয়োজনে পাশাপাশি থাকা,
শুধু বাঁচবার অন্বেষণে আঁকড়ে ধরে রাখা,
ভালোবাসা নয় কোনোমতে।
শুধু এক সামাজিক নিয়ম,
মধ্যরাতের প্রয়োজন মেটাতে।
একসাথে বসিনি কোনোদিন,
পূর্নিমার চাঁদের আলোয়।
একসাথে ভিজিনি কোনোদিন,
বর্ষার অঝোর ধারায়।
হয়নি কোনোদিন একসাথে হাটা,
হৃদয়ে হৃদয় ছুঁয়ে।
হয়নি কোনোদিন গানের কলি ভাজা,
সুরে সুর মিলিয়ে।
আমারে কোনোদিন তাই, তুমি ডাকো নাই,
তোমার একাকী বিষন্ন সময়ে।
তোমারেও আমি চাইনি কোনোদিন,
আমার হৃদয়ের প্রয়োজনে।
পাশাপাশি বয়ে চলা অবিরাম,
ছিলনা কোনো প্রেমের উত্তাপ।
আমাদের হৃদয়ে তাই বরফ জমে গেছে,
আমাদের অন্তরের সবুজ পাতারা মরে গেছে।
ক্ষয়ে গেছে, চূরে গেছে,
যত বন্ধন ছিল।
ভিজে গেছে, পচে গেছে,
যত সামাজিক দায় ছিল।
আজ তাই তুমি মুক্ত করেছো নিজেকে,
তোমাকে ফেরাতে যাইনি আমি আর।
কিসের বলে তোমাকে ফিরাবো আমি,
আমার কি আছে কোনো অধিকার?
তুমি যাও,
যেখানে তোমার বিবর্ন পাতা সবুজ হবে।
তুমি যাও,
যার তরে তোমার মনে প্রেম জেগেছে।
আমি রুদ্ধ, একাকী, বসে রব ঠাই,
হয়তো আমার মনে এখনো প্রেম জাগে নাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৩/০৫/২০২০Nice one...
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০৫/২০২০excellent piece of writing
-
ফয়জুল মহী ২২/০৫/২০২০Good post