আকাশ মেঘ ধানের ক্ষেত
আহা রে!
কতদিন আকাশ দেখিনা।
কতদিন রাখিনা চোখ ভেসে থাকা মেঘে।
নদী তীরের কাশফুলের বনে,
শুনেছি আকাশ নাকি আজো নীল হয়ে থাকে।
সাদা মেঘের দল নাকি ছায়া ফেলে নদীর জলে,
ছোট নাও ভেসে যায় রংধনু পাল তুলে।
আহা রে!
কত দিন চড়ি না ছোট ডিঙ্গায়।
কতদিন হয়না জলে নিঃশব্দ বিচরণ।
পাহাড়ের কোল ঘেঁষে নেমে আসা শীতল বাতাস নাকি,
আজো করে প্রশান্তির সঞ্চারণ,
নদী তটে উড়ে যাওয়া শালিকের বুকে,
অযত্নে জন্মানো কলমি লতার ঝোপে।
আহা রে!
কতো দিন দেখিনা সবুজ, দিগন্ত বিস্তৃত মাঠে।
কতো দিন দেখিনা ধানের ক্ষেতে আন্দোলন,
বয়ে যাওয়া বাতাসে।
মন মাতানো মিষ্টি ঘ্রান আজো নাকি ছড়ায়ে থাকে,
কচি শীষের পড়তে পড়তে,
কৃষকের ঘামে ভেজা জমির পলিতে পলিতে।
কতদিন আকাশ দেখিনা।
কতদিন রাখিনা চোখ ভেসে থাকা মেঘে।
নদী তীরের কাশফুলের বনে,
শুনেছি আকাশ নাকি আজো নীল হয়ে থাকে।
সাদা মেঘের দল নাকি ছায়া ফেলে নদীর জলে,
ছোট নাও ভেসে যায় রংধনু পাল তুলে।
আহা রে!
কত দিন চড়ি না ছোট ডিঙ্গায়।
কতদিন হয়না জলে নিঃশব্দ বিচরণ।
পাহাড়ের কোল ঘেঁষে নেমে আসা শীতল বাতাস নাকি,
আজো করে প্রশান্তির সঞ্চারণ,
নদী তটে উড়ে যাওয়া শালিকের বুকে,
অযত্নে জন্মানো কলমি লতার ঝোপে।
আহা রে!
কতো দিন দেখিনা সবুজ, দিগন্ত বিস্তৃত মাঠে।
কতো দিন দেখিনা ধানের ক্ষেতে আন্দোলন,
বয়ে যাওয়া বাতাসে।
মন মাতানো মিষ্টি ঘ্রান আজো নাকি ছড়ায়ে থাকে,
কচি শীষের পড়তে পড়তে,
কৃষকের ঘামে ভেজা জমির পলিতে পলিতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৮/০৫/২০২০Good writing.
-
ফয়জুল মহী ১৭/০৫/২০২০পরিপাটি লেখা ।
-
ইসমাইল জসীম ১৭/০৫/২০২০নষ্টালজিয়া। ধন্যবাদ কবি।