কে এম শাহ্ রিয়ার
কে এম শাহ্ রিয়ার -এর ব্লগ
-
তোমার সাথে আমার হয়তো হবেনা আর জুড়ি,
তোমার আকাশে উড়বেনা আর আমার রঙিন ঘুড়ি।
আমার আকাশ চিরকালই, একলা আকাশ আমার,
তোমার নীলে আমার নীলে ভাগ হবেনা আর। [বিস্তারিত] -
তোমার ভালোবাসার নোনাধরা দেয়ালে,
আমি আঁকব সূর্যের মতো উজ্জল এক ছবি।
তোমার মরচে পড়া হৃদয়ের আঙিনায়,
আমি বানাব এক নতুন সবুজ পৃথিবী। [বিস্তারিত] -
এই বেলায় তবে সাইন-আউট হই প্রিয়তমা,
নিশি হলো যে গভীর।
অস্থির তন্দ্রাচ্ছন্ন এই সময়ে,
হৃদয়ের ভালোলাগা সব দেহে গিয়ে থামে, [বিস্তারিত] -
ওরে আঁখি, ওরে নিঠুর আঁখি, নিশি জাইগা কারে তুমি কর ডাকাডাকি। (২)
ওরে আঁখি, ওরে নিঠুর আঁখি, যার লাগিয়া নিশি জাগো সে তো দিছে ফাঁকি।
ওরে আঁখি, ওরে নিঠুর আঁখি, নিশি জাইগা কারে তুমি কর ডাকাডাকি। (২)
যেদি... [বিস্তারিত] -
আমার প্রয়োজন সহসা মিটে গেল তোমার?
সহসা ভুলে গেলে ধনুক ভাঙ্গাপণ?
কে আজ অধিকার করে নিল,
নতুন জাগা চরের মতন, তোমার মন? [বিস্তারিত] -
অদ্ভুত পূর্নিমার চাঁদ,
অদ্ভুত পূর্নিমার আলো।
হাজার বছর ধরে একই র'য়ে যায়।
আমাদের জীবন শুধু বয়ে চ'লে যায়। [বিস্তারিত] -
আহা রে!
কতদিন আকাশ দেখিনা।
কতদিন রাখিনা চোখ ভেসে থাকা মেঘে।
নদী তীরের কাশফুলের বনে, [বিস্তারিত] -
তখন আমার বয়স ছয় কি সাত।
বাবকে বলালাম, আমি আকাশ দেখতে চাই।
আনমনে কিছুক্ষণ চেয়ে থেকে বাবা বললেন,
চল বেটা তবে আজ আকাশ দেখতে যাই। [বিস্তারিত] -
আকাশে ছড়ায়েছিল তারা,
নিঃচুপ চারপাশ, ছিলোনা কোনো সাড়া।
ঘনায়েছিল রাত্রির গভীর অন্ধকার,
সে বার প্রথম প্রেম জেগেছিল, [বিস্তারিত] -
চারদিকে অগণিত মৃত্যু দেখে,
ধার্মিক করহস্তে শুধায় ঈশ্বরকে।
কেন প্রভু অকারণে নিচ্ছ এত প্রান?
কেন করলে জগতে ত্রাসের সঞ্চার? [বিস্তারিত] -
বাইশ বছর সময়, খুব বেশী নয়।
আসবে কি ফিরে আবার?
সময় এখানে থমকে আছে,
পথ নেই কোথাও যাবার। [বিস্তারিত] -
সেই পথে তুমি ছিলে, ছিলাম আমিও,
শত সহস্র বছর আগে।
বিচিত্র ফুলে রাঙা পাহাড়ি সে পথ,
উত্তাল প্রপাতের রেণু, ছিল ছড়ানো। [বিস্তারিত] -
এই নাটমহলে কেহ রাজা,
কেহ প্রজা সাজে।
আপন বেশে ফেরে সবাই
বেলা গেলে সাঁঝে। [বিস্তারিত]