নিরুদ্দেশের উদ্দেশ্যে
উদ্দেশ্যহীন ভাবে পথ চলছি আমি,
যেদিকে দু চোখ যায় সেদিকেই যাই
নেই কোনো পিছুটান এ পৃথীবির পরে
যেন নিরুদ্দেশে আমার উদ্দেশ্য খুযে পাই ।
আজ আমি মুক্ত, আমি ক্ষুধার্থ নই,
এক মুঠো উদ্দেশ্যহীনতা পেলেই মিটে আমার ক্ষুধা,
আমি দেখতে পাই স্বাভাবিকের থেকেও বেশি
হাটতে পারি অবিরাম নিয়ে স্বাধীণতার অমৃত সুধা ।
আমি আজ করিনা কোন সংশয় যাকিছু ভাবার ইচ্ছে হয়
ভাবি প্রানভরে আমার উদ্দেশ্যহীন ভাবনা,
আমার স্বপ্নরাও চলে আমার সাথে নিরুদ্দেশে
ওরাও আর কখনো করেনা প্রতারণা ।
যেদিকে দু চোখ যায় সেদিকেই যাই
নেই কোনো পিছুটান এ পৃথীবির পরে
যেন নিরুদ্দেশে আমার উদ্দেশ্য খুযে পাই ।
আজ আমি মুক্ত, আমি ক্ষুধার্থ নই,
এক মুঠো উদ্দেশ্যহীনতা পেলেই মিটে আমার ক্ষুধা,
আমি দেখতে পাই স্বাভাবিকের থেকেও বেশি
হাটতে পারি অবিরাম নিয়ে স্বাধীণতার অমৃত সুধা ।
আমি আজ করিনা কোন সংশয় যাকিছু ভাবার ইচ্ছে হয়
ভাবি প্রানভরে আমার উদ্দেশ্যহীন ভাবনা,
আমার স্বপ্নরাও চলে আমার সাথে নিরুদ্দেশে
ওরাও আর কখনো করেনা প্রতারণা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আ ২১/০১/২০১৫
-
সবুজ আহমেদ কক্স ১৯/০১/২০১৫fine @ anti mil fine word n sentenes thanks
-
GoutamSamanta ১৪/০১/২০১৫Well
ফিরোজ আলম বকুল ( মানিক) নামে
চোর কবি আছে | যে আজাদ বঙ্গবাসীর
কবিতা চুরি করে একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে। জানুন তার স্পর্কে।