পবিত্র মনে হয়
পবিত্র মনে হয়
---কিশোর কারুণিক
এখনো নিজেকে পবিত্র মনে হয়
দেহ মন একাগ্র চিত্তে
তোমাকে পাবার আশায়
এখনো আমি উন্মুখ।
তোমাকে বড় প্রয়োজন
আমার দারিদ্রতা, আমার অভাববোধ
শুধু তোমার বীহনে।
নীলাময় আকাশ তোমাকে পেয়েছে
পাখি, সবুজ বৃক্ষলতা
অরুপ জলধারা
তোমার সান্নিধ্যে পেয়েছে ব্রহ্মত্ব!
হে তুমি এসো, ঐশ্বর্য্য হয়ে
এসো শান্তির দুত হয়ে
এসো কল্যাণকর তরে
এসো হে
তোমার আসার আশায় পথ চেয়ে
দূর করো গ্লানি
দূর করো মন্দা
দূর করো অযাচিত অন্ধকার।
এসো হে
পু®পরাশি হয়ে তন্ময়ে মিন্ময়ে
জীবনের প্রভাতে, দুপুর সন্ধ্যা রাতে
তোমার আগমনে ঝলসানু আলোতে,
বৈচিত্রে শুদ্ধতায় আলোকিত হোক দিক্বিদিক।
---কিশোর কারুণিক
এখনো নিজেকে পবিত্র মনে হয়
দেহ মন একাগ্র চিত্তে
তোমাকে পাবার আশায়
এখনো আমি উন্মুখ।
তোমাকে বড় প্রয়োজন
আমার দারিদ্রতা, আমার অভাববোধ
শুধু তোমার বীহনে।
নীলাময় আকাশ তোমাকে পেয়েছে
পাখি, সবুজ বৃক্ষলতা
অরুপ জলধারা
তোমার সান্নিধ্যে পেয়েছে ব্রহ্মত্ব!
হে তুমি এসো, ঐশ্বর্য্য হয়ে
এসো শান্তির দুত হয়ে
এসো কল্যাণকর তরে
এসো হে
তোমার আসার আশায় পথ চেয়ে
দূর করো গ্লানি
দূর করো মন্দা
দূর করো অযাচিত অন্ধকার।
এসো হে
পু®পরাশি হয়ে তন্ময়ে মিন্ময়ে
জীবনের প্রভাতে, দুপুর সন্ধ্যা রাতে
তোমার আগমনে ঝলসানু আলোতে,
বৈচিত্রে শুদ্ধতায় আলোকিত হোক দিক্বিদিক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম. আশিকুর রহমান ০৯/০৭/২০১৫ভালো লাগলো ।
-
মোঃ জুলফিকার আলী ০৭/০৭/২০১৫অনেক সুন্দর। ধন্যবাদ।
-
এম এস সজীব ০৫/০৭/২০১৫ভা.........ল লাগলো
-
T s J ০৫/০৭/২০১৫সুন্দর অতি সুন্দর
-
জহরলাল মজুমদার ০৫/০৭/২০১৫সু......................