ভালবাসার সূতোর বাঁধনে
ভালবাসার সূতোর বাঁধনে
--কিশোর কারুণিক
দৃপ্ত চেতনায় চলতে চলতে
হঠাৎ তোমার সাথে দেখা
হলো জানা চোখের ভাষা
হলো মন দেওয়া নেওয়া।
সহজে পাওয়া যায়
জানা ছিল না
তপ্ত দুপুরে মর্মর ধ্বনি শুকনো পাতায়
পথের ধারে ঝাউবন
কিছু দূরে বকুলতলা
চলো চলি হাতে হাত রেখে
দৌঁড় দিলো বুনো শিয়াল, কাটবিড়ালী
বাতাসে সুগন্ধি মাতোহারা হাওয়া
তোমার কেশের নৃত্যকলা
তোমার মিষ্টি হাসি
মোহিত কদমফুল মোহিত আমি
ভাললাগার কাঁশবনে এলো মায়া
না চাওয়া পথে চলতে একা
কথা দেওয়া আজীবন তোমার
সাজাও যতনে আর্কষনে
ভালবাসার সূতোর বাঁধনে।
--কিশোর কারুণিক
দৃপ্ত চেতনায় চলতে চলতে
হঠাৎ তোমার সাথে দেখা
হলো জানা চোখের ভাষা
হলো মন দেওয়া নেওয়া।
সহজে পাওয়া যায়
জানা ছিল না
তপ্ত দুপুরে মর্মর ধ্বনি শুকনো পাতায়
পথের ধারে ঝাউবন
কিছু দূরে বকুলতলা
চলো চলি হাতে হাত রেখে
দৌঁড় দিলো বুনো শিয়াল, কাটবিড়ালী
বাতাসে সুগন্ধি মাতোহারা হাওয়া
তোমার কেশের নৃত্যকলা
তোমার মিষ্টি হাসি
মোহিত কদমফুল মোহিত আমি
ভাললাগার কাঁশবনে এলো মায়া
না চাওয়া পথে চলতে একা
কথা দেওয়া আজীবন তোমার
সাজাও যতনে আর্কষনে
ভালবাসার সূতোর বাঁধনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বাধীন আমিনুল ইসলাম ৩০/০৬/২০১৫একদিন স্বপ্নের দিন। ভাল লেগেছে কবি। বেশ িলখেছেন।
-
জহরলাল মজুমদার ৩০/০৬/২০১৫মাতোহারা হবে নাকি মাতোয়ারা হবে দাদা । কবিতা কিন্ত বেশ।
-
মোবারক হোসেন ২৯/০৬/২০১৫সূতোর বাধন, মনের বাধনে রূপ!ধন্যবাদ।
-
শাহাদাত হোসেন রাতুল ২৯/০৬/২০১৫Valo lekha sUndor lekha