বড় পরিচয়
বড় পরিচয়
--কিশোর কারুণিক
নিশিদ্ধ শব্দগুলো এখন বেশ জাগ্রত
সমস্ত নিযম নীতির তোয়াক্কা না করে
তুমি আজ বড়ই বেখেয়ালি।
আমি যা সত্য বলে জেনেছি
তুমি করেছ অবজ্ঞা,
তুমি ধর্মকর্ম বলে মেনে চলেছ
আমার কাছে তা জঘন্্য হত্যাযজ্ঞ।
ভাবনা, কল্পনা, চাওয়া পাওয়া মানুষিকতা
ব্যবধান যোজন যোজন দূরুত্বে
ভালবাসা তাহলে কেমনে হবে বন্ধু
তোমার আর আমার ?
লেলিন, কালমাক্স হারিয়ে গেছে
গণতন্ত্র সেতো কল্পনার বিচিত্রতা
লাঠি যার মাটি তার, জোর যার মূল্লুক তার
নিজের জায়গা করতে হলে
কাউকে সরিয়ে দিতে হবে
নিজের অবস্থান গড়তে হলে
নিজেকে ক্ষমতাবান হতে হবে
আজ জাতিতে জাতিতে বিভেধ
ধর্মে ধর্মে বিভেধ
সংস্কৃতি সংস্কৃতিতে বিভেধ
মানুষে মানুষে বিভেধ
বিভেধ তোমার আর আমার
বড় কষ্ট বন্ধু,
খুব কষ্ট এই অন্তরে
নদীর জলে ছলছল,
গাছে ফল
উড়ছে পাখিদের দল,
মাঠ ভরা সবুজ ফসল
আমরা কেন পারি না, কেন পারি না বন্ধু
সব বিভেধ ধুয়ে মুছে এক হতে
আমরা মানুষ,
এই হোক আমাদের বড় পরিচয়
এই হোক আমাদের বড় পরিচয় ।
--কিশোর কারুণিক
নিশিদ্ধ শব্দগুলো এখন বেশ জাগ্রত
সমস্ত নিযম নীতির তোয়াক্কা না করে
তুমি আজ বড়ই বেখেয়ালি।
আমি যা সত্য বলে জেনেছি
তুমি করেছ অবজ্ঞা,
তুমি ধর্মকর্ম বলে মেনে চলেছ
আমার কাছে তা জঘন্্য হত্যাযজ্ঞ।
ভাবনা, কল্পনা, চাওয়া পাওয়া মানুষিকতা
ব্যবধান যোজন যোজন দূরুত্বে
ভালবাসা তাহলে কেমনে হবে বন্ধু
তোমার আর আমার ?
লেলিন, কালমাক্স হারিয়ে গেছে
গণতন্ত্র সেতো কল্পনার বিচিত্রতা
লাঠি যার মাটি তার, জোর যার মূল্লুক তার
নিজের জায়গা করতে হলে
কাউকে সরিয়ে দিতে হবে
নিজের অবস্থান গড়তে হলে
নিজেকে ক্ষমতাবান হতে হবে
আজ জাতিতে জাতিতে বিভেধ
ধর্মে ধর্মে বিভেধ
সংস্কৃতি সংস্কৃতিতে বিভেধ
মানুষে মানুষে বিভেধ
বিভেধ তোমার আর আমার
বড় কষ্ট বন্ধু,
খুব কষ্ট এই অন্তরে
নদীর জলে ছলছল,
গাছে ফল
উড়ছে পাখিদের দল,
মাঠ ভরা সবুজ ফসল
আমরা কেন পারি না, কেন পারি না বন্ধু
সব বিভেধ ধুয়ে মুছে এক হতে
আমরা মানুষ,
এই হোক আমাদের বড় পরিচয়
এই হোক আমাদের বড় পরিচয় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কিশোর কারুণিক ২৪/০৬/২০১৫ধন্যবাদ
-
প্রণব কুসুম দত্ত ২৩/০৬/২০১৫ভাল লেখা
-
মোবারক হোসেন ২৩/০৬/২০১৫এক হয়েও ভিন্ন।কবির চেতনায় জাগ্রত হউক জাতি।
ধন্যবাদ কবিকে। -
জে এস সাব্বির ২৩/০৬/২০১৫খুব ভাল লিখেছেন
-
মায়নুল হক ২৩/০৬/২০১৫খুব ভালো লিখেছে আজ মানুষে মানুষে বিভেধ ধমে ধমে বিভেধ কেন হলো ভাই খুব জানতে ইচ্ছে খুব জানতে ইচ্ছে করে