www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমাকে ভালোবাসি - বিজয় রায় (গাইঘাটা)

ভালোবাসি আমি শুধু যে তোমাকে,
চলে এসো পূর্ণিমা কিংবা অমাবস্যা রাতে।
চলে এসো তুমি খালি হাতে,
ভরিয়ে দেব তোমায় আমার ভালোবাসাতে।
দ্যাখ না রাস্তায় ওরা হাঁটছে দুজন,
তাই দেখে কাঁদছে আমার এই মন।
বলেছ তুমি ভালো আমায় বাসো,
তাহলে আমার কাছে চলে এসো।
তুমি কি চাও না আমি থাকি সুখি,
তবে কেন রাখ আমায় তুমি দুঃখী।
খেয়েছিলাম বিষ তোমারই জন্য,
তোমার ভালোবাসায় থাকি আমি মগ্ন।
জানি তো তুমি নিরুপায়,
তোমায় ছাড়া আমি যে বড় অসহায়।
যখন আমি থাকব না এই পৃথিবীতে,
তখন তুমি খুজবে শুধু আমাকে।
আজ কালো মেঘে ঢেকে গেছে বিকাল,
ঝরছে হাতে রক্ত যে লাল।
তোমায় ছাড়া আমি যাবো যে মরে,
থাকব না এই সুন্দর পৃথিবীর ঘরে।
আজ তোমার কপালে মিশে গেছে লাল,
কাল আসবে না তো আমার সকাল।
কি হবে এসব আর ভেবে ............
আমার যে অসহায় কপাল .........
তুমি পেয়ো নাকো কোনো কষ্ট,
আমার ভালোবাসা করো নাক নষ্ট।
আজ দুচোখে সহশ্র জল......!!
সবই আমার ভালোবাসার ফল।
মরে গিয়েও যেন তোমার কাছে আসি,
শুধু মনে রেখো তুমি, তোমায় ভালোবাসি।
শুধু একটা কথাই বলি.........
ভালোথেকো,ভালোবাসি......।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • thanks apnader sokol ke
  • সাইদুর রহমান ২২/০৮/২০১৪
    মনকাড়া কাব্য।
    খুব সুন্দর লিখেছেন।
    শুভেচ্ছা।
    গাইঘাটা কোথায় ?
  • বাহ বেশ লাগল।
  • শিমুদা ২১/০৮/২০১৪
    ভাল বাসার অনুভুতি প্রকাশিত হল কবিতায়।
    ভাল লেগেছে।
  • বেশ ভাল লম্বা কবিতা।
  • প্রকৃত ভালোবাসা হলে সে আসবেই।
  • শিমুল শুভ্র ২১/০৮/২০১৪
    আসরে অভিনন্দন জানাচ্ছি তোমায় ।কবিতা ভালো লাগলো ।ভালো থেকো ।
 
Quantcast