আমি স্বাধীনতা
আমি ছিলাম বসন্তে-
ধুলি মাখা এক ফুল।
আবার নদী গর্ভে হারিয়ে যাওয়া
সেই যমুনার কূল।
আমি ঘনবনে মিলিয়ে যাওয়া
অজানা এক ঠিকানা ।
মনে রেখো আমি অমৃতের সন্তান
আমাকে ছোঁয়া মানা।
আমি ছিলাম,আমি আছি
তোমাদের অজানায়।
যদি চলে যাই,ফিরে আসবই
শুধু এই বাংলার মায়ায়।
ধুলি মাখা এক ফুল।
আবার নদী গর্ভে হারিয়ে যাওয়া
সেই যমুনার কূল।
আমি ঘনবনে মিলিয়ে যাওয়া
অজানা এক ঠিকানা ।
মনে রেখো আমি অমৃতের সন্তান
আমাকে ছোঁয়া মানা।
আমি ছিলাম,আমি আছি
তোমাদের অজানায়।
যদি চলে যাই,ফিরে আসবই
শুধু এই বাংলার মায়ায়।
মন্তব্যসমূহ
-
শমীক বন্দ্যোপাধ্যায় ০৮/০৯/২০১৬মন ভরে গেল।
-
আনিসা নাসরীন ০৭/০৯/২০১৬সুন্দর লেখেছেন
-
সোলাইমান ০৭/০৯/২০১৬nice