www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার প্রথম তুমি-৫

উৎসর্গ : সুবর্ণাকে


তুমি কি ভুলতে পারোনা তোমার অতীত স্মৃতি
আসলে তুমি ভুলতে চাওনা ভোলার চেষ্টা করোনা ,
যদি মুন্না তুমি আমায় নিয়ে ভাবতে;তবে সে সব ভুলে যেতে
আসলে তুমি আমার কথা কখন ও সে ভাবে মনে করোনা ।

যদি তোমার পূরানো সে-পূরানো অতীত সামনে এসে দাঁড়ায়
বল মুন্না বল তবে কী...আমি জানি তুমি আমায় ছেড়ে যাবে,
আমায় ছেড়ে যেতে পারবে;আমাকে আমার চোখের জলে ভাসাতে পারবে
জানি পাবেনা সেখানে সুখ ভাঙ্গবে আবারও বুক চিরতরে আমাকে ও হারাবে ।

আমি তোমায় জোর করিনা পায়ে কিংবা হাতে ধরিনা-
খারাপ ভাষায় ও কথা বলিনা গায়ে কখন ও হাত তুলি না -
খারাপ লাগে আমার তোমার সে সব ভেবে,
তুমিইতো আমায় শুভ বলেছিলে বার বার -
তোমার জীবন নিয়ে সে-ই করেছে কারবার –
আমার দুঃখ গুলো তুমি নিয়ে-তোমারই সব সুখ যে আমায় দেবে ।

আমার আচারনে তুমি কষ্ট পাইলে পেতে পারো
যে কষ্ট পাওনি তুমি আর কখন ও
আমার ব্যাবহারে দুঃখ পেতে পারো
যে ব্যথা দেয়নি সে যখন ছিল -তখনও ।

তোমার জন্যই আমার আচারন এমন
কারণ আমি যে তোমায় অনেক ভাল বাসি ,
তোমার জন্যই আমার ব্যাবহার এমন
যখন তখন কথা বলি- যখন তখন তোমার কাছে আসি ।


-সমাপ্ত-

সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ০৬/১০/২০১৪ ইং ।

[ বিদ্র: আমি ফোন দিলাম সুবর্ণাকে । সে আমাকে তখন বল্ল সে বাবুর বড়ো ভাইকে এস এম এস করতেছে । তখন আমি তাকে বল্লাম আমাকে তো কখন ও -এস এম এস করলেনা । আমার খুব খারাপ লাগলো যাকে নিয়ে ভেবে আমার রাতের ঘুম নষ্ট হয়, যাকে নিয়ে ভেবে আমার খাওয়া হয় না আর সে নাকি অন্য কাউকে নিয়ে ভাবনায় বিভোর থাকে । তার উপর ভিত্তি করে আমার লেখা ]

** আজ পবিত্র ঈদুল আযহার দিন । সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা । **
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক ভিন্নতা আছে। ভাল লাগল।
    • কে এইচ মাহাবুব ০৭/১০/২০১৪
      মন্তব্য করার জন্য ধন্যবাদ । ভাল থাকবেন ।
      • অনেক অনেক অনেক ভালবাসা। ভাল থাকবেন।
        • কে এইচ মাহাবুব ১৩/১০/২০১৪
          আপনি ও ভাল থাকবেন ।
          • আপনিও ভাল থাকবেন।
  • ভাল লাগলো। ঈদের শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক।
  • ঈদের শুভেচ্ছা।
 
Quantcast