বোশেখ
বোশেখ মাসে সূর্য হাসে
শুধু যেন মাথার উপর,
সকাল নেই রাত নেই
যখন তখন শুধু দুপুর ।
রোদের তাপে মানুষ চাপে
গা- ভিজে যায় ঘামে,
গাড়ীর সামনে গাড়ী হাজার
আমি এখন আছি পরে জ্যামে ।
বোশেখ এলো এলো ঝড়
কাঁপে ঘরের টিন- কাঁপে খুঁটি ,
হাজার মানুষ পথে আটকা
যাদের অফিস এখন ছুটি ।
শুধু যেন মাথার উপর,
সকাল নেই রাত নেই
যখন তখন শুধু দুপুর ।
রোদের তাপে মানুষ চাপে
গা- ভিজে যায় ঘামে,
গাড়ীর সামনে গাড়ী হাজার
আমি এখন আছি পরে জ্যামে ।
বোশেখ এলো এলো ঝড়
কাঁপে ঘরের টিন- কাঁপে খুঁটি ,
হাজার মানুষ পথে আটকা
যাদের অফিস এখন ছুটি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।