‘তোমায় দেখার পর’
(উৎসর্গঃ সাথীকে)
*************************
তুমি যদি বল চোখে চোখ রেখে
আমার চোখে চেয়ে,
আর কাউকে নয় ভালোবাসো আমায়
স্রষ্টার নামে কসম খেয়ে ।
তুমি তখন দেখিবে...
আমার চোখে তোমার ছবি ভাসিবে...
দু- চোখ দিয়ে গড়াবে কষ্টের জল ।
এ জীবনে হেরেছি অনেক বার
তাঁর কাছে ভালোবাসা চেয়েছি বলে
তুমি ও আমায় তেমন করোনা
ভালবেসে আমায় করো বিজয়ী...
দিও তাঁর সঠিক প্রতিদান
দিও তাঁর ফল ।।
তুমিই ও যদি সাথী তাঁদের মতো হও ...
আমায় ছেড়ে দূরে দূরে রও...
দেবো বিচার বিধাতার কাছে
সব পাওনা বুঝে নেবো...আমার যা- আছে ।
যদি হও তুমি ঠিক এমন...
যা- বলেছি ঠিক তেমন...
তবে আমি উপহার দেবো ঠিক
মনে রেখো তুমি তোমার সব দিক ।
আজ আমি তোমায় পেলাম
পেলাম একটি কবিতা;বহুদিন পর ।
তোমায় ভেবে ঘুম হয় না রাতে
তুমি আমার কতো আপন স্বপ্নে
আর স্বপ্ন ভাঙ্গলে আমি একা...
একা আমার ঘর ।।
-সমাপ্ত-
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ০৯/১০/২০১১ ইং ।
*************************
তুমি যদি বল চোখে চোখ রেখে
আমার চোখে চেয়ে,
আর কাউকে নয় ভালোবাসো আমায়
স্রষ্টার নামে কসম খেয়ে ।
তুমি তখন দেখিবে...
আমার চোখে তোমার ছবি ভাসিবে...
দু- চোখ দিয়ে গড়াবে কষ্টের জল ।
এ জীবনে হেরেছি অনেক বার
তাঁর কাছে ভালোবাসা চেয়েছি বলে
তুমি ও আমায় তেমন করোনা
ভালবেসে আমায় করো বিজয়ী...
দিও তাঁর সঠিক প্রতিদান
দিও তাঁর ফল ।।
তুমিই ও যদি সাথী তাঁদের মতো হও ...
আমায় ছেড়ে দূরে দূরে রও...
দেবো বিচার বিধাতার কাছে
সব পাওনা বুঝে নেবো...আমার যা- আছে ।
যদি হও তুমি ঠিক এমন...
যা- বলেছি ঠিক তেমন...
তবে আমি উপহার দেবো ঠিক
মনে রেখো তুমি তোমার সব দিক ।
আজ আমি তোমায় পেলাম
পেলাম একটি কবিতা;বহুদিন পর ।
তোমায় ভেবে ঘুম হয় না রাতে
তুমি আমার কতো আপন স্বপ্নে
আর স্বপ্ন ভাঙ্গলে আমি একা...
একা আমার ঘর ।।
-সমাপ্ত-
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ০৯/১০/২০১১ ইং ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।