www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফুল আর খোকা

প্রতিদিন করে খেলা ছোট একটি ছেলে
বাগান থেকে ছোট ছোট হাজার গাছ তুলে ।
প্রতিদিনই গাছ গুলো লাগায় দরজায় ,
কখন ও পায় পিষে মাটিতে মিলায়।

দধির টপে লাগায় সে ফুলের চারাগুলো ,
সুন্দর নয় তা এখানে ওখানে সবই এলো মেলো ।
প্রতিদিন প্রতি ঘণ্টায় ঢালে পানি তাতে,
নতুন জীবন পায় খুঁজে সেই টপটাতে।

বেরে উঠে প্রতিদিন হয়ে উঠে তাজা,
প্রতিদিনই হয় গাছ রূপের সেই রাজা ।
হঠাৎ কলি এসে ধরল তাতে ফুল ,
তারই স্নিগ্ধ টানে মানুষ হয় মশগুল।

প্রতিদিনই ধরে ফুল ঝরে রাতের বেলা,
সবাই তারে করে যত্ন করেনা অবহেলা।
আজ পরিপূর্ণ শিশু ছেলের মন,
আর খোঁজেনা অন্যকিছু পেয়ে সুখের জীবন ।

-সমপ্ত-

সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
আমাদের ব্লগ দেখুন-http://shapnopuron.wordpress.com/2014/03/16/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B8/
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast