একটি অবুঝ প্রেম
(উৎসর্গ : সফি সুমনকে-)
******************************
খামে আটকানো আমার হাতে কয়েকটি লেখা ,
পোষ্ট অফিসে যাচ্ছি...তখনি কারোর সাথে দেখা ।
আপনি যাবেন যেখানে যথা তথা ,
আমি ও যাবো হঠাৎ এমন কথা ।
দুজন দু-সিটে বসেছি পাশাপাশি
লেখালেখি নিয়ে কথা আর হাসাহাসি ।
হঠাৎ করে যেমন মেঘ ছাড়া বৃষ্টি কলকল ,
তাঁর দু-নয়নে তেমনি দেখেছি জল ছল ছল ।
মাহাবুব ভাই আমি একটি মেয়েকে খুব ভালবাসতাম...,
কখনও দেখা হয়নি সে যদি চাইতো তবে কাছে আসতাম ।
সেলফ ফোনেই হতো কথা আমার যা যতো ,
কথা বলতে বলতে জানিনা রাত হয়েছিল কতো ।
সেলফ ফোনটা বল্ল হঠাৎ টাকা নেই রিচার্জ করুন ,
ছুটে গেলাম দোকানে ডেকে জাগালাম তাকে বল্ল ধৈর্য ধরুন ।
সেই গভীর রাতে মোবাইলে টাকা ভরে ,
তাড়াতাড়ি ছুটে এলাম আবার ঘরে ।
কল দিয়ে কথা বলেই চলেছি অবিরাম আমি একা ,
ভাবছি আমার টাকা কি না আবার শেষ হয়ে যায় !
নেই কোন উত্তর; নেই কোন প্রতি উত্তর ও তাঁর
মোবাইল থেকে হঠাৎ দেখি তাঁর কান্নার দীর্ঘশ্বাস শোনা যায়... ।
***************-সমাপ্ত-****************
তারিখ : ২২-০২-২০১৪ ইং ।
******************************
খামে আটকানো আমার হাতে কয়েকটি লেখা ,
পোষ্ট অফিসে যাচ্ছি...তখনি কারোর সাথে দেখা ।
আপনি যাবেন যেখানে যথা তথা ,
আমি ও যাবো হঠাৎ এমন কথা ।
দুজন দু-সিটে বসেছি পাশাপাশি
লেখালেখি নিয়ে কথা আর হাসাহাসি ।
হঠাৎ করে যেমন মেঘ ছাড়া বৃষ্টি কলকল ,
তাঁর দু-নয়নে তেমনি দেখেছি জল ছল ছল ।
মাহাবুব ভাই আমি একটি মেয়েকে খুব ভালবাসতাম...,
কখনও দেখা হয়নি সে যদি চাইতো তবে কাছে আসতাম ।
সেলফ ফোনেই হতো কথা আমার যা যতো ,
কথা বলতে বলতে জানিনা রাত হয়েছিল কতো ।
সেলফ ফোনটা বল্ল হঠাৎ টাকা নেই রিচার্জ করুন ,
ছুটে গেলাম দোকানে ডেকে জাগালাম তাকে বল্ল ধৈর্য ধরুন ।
সেই গভীর রাতে মোবাইলে টাকা ভরে ,
তাড়াতাড়ি ছুটে এলাম আবার ঘরে ।
কল দিয়ে কথা বলেই চলেছি অবিরাম আমি একা ,
ভাবছি আমার টাকা কি না আবার শেষ হয়ে যায় !
নেই কোন উত্তর; নেই কোন প্রতি উত্তর ও তাঁর
মোবাইল থেকে হঠাৎ দেখি তাঁর কান্নার দীর্ঘশ্বাস শোনা যায়... ।
***************-সমাপ্ত-****************
তারিখ : ২২-০২-২০১৪ ইং ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ আহমেদ শাওন ২২/০২/২০১৪ভালো লেগেছে
-
আশিক রহমান ২২/০২/২০১৪wow.... this is first step of real love.. thanks a lot for nice poem bro....