চার আনা
সেই দিন গুলি কই ?
চার আনায় চকলেট পেতাম
দুই টাকাতে দই ।
সেই দিন গুলি কই ?
দুই টাকাতে পাও রুটি
দুই টাকাতে খই ।
সেই দিন গুলি কই ?
আট আনা দিতেন বাবা
হাতে দিতেন বই ,
সেই দিন গুলি কই ?
আটআনাতে চলে যেতো আমি আমার
আমার আছে যতো সই ।
সেই দিন গুলি কই ?
আজ আর হয় না সে সব তাতে
এই ভাবনায় রাত জেগে রই
সেই দিন গুলি কই ?
জোয়ারের পানি ওঠে না ডাঙ্গায়
কোথায় নেই কই ।
তারিখ : ১৯-০২-২০১৪ ইং ।
চার আনায় চকলেট পেতাম
দুই টাকাতে দই ।
সেই দিন গুলি কই ?
দুই টাকাতে পাও রুটি
দুই টাকাতে খই ।
সেই দিন গুলি কই ?
আট আনা দিতেন বাবা
হাতে দিতেন বই ,
সেই দিন গুলি কই ?
আটআনাতে চলে যেতো আমি আমার
আমার আছে যতো সই ।
সেই দিন গুলি কই ?
আজ আর হয় না সে সব তাতে
এই ভাবনায় রাত জেগে রই
সেই দিন গুলি কই ?
জোয়ারের পানি ওঠে না ডাঙ্গায়
কোথায় নেই কই ।
তারিখ : ১৯-০২-২০১৪ ইং ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।