www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদায়

তোমার দেহো থেকে যখন চলে যাবে প্রাণ,
গাইবে যখন মানুষ কান্না নামের গান ।
আগর বাতি হবে তোমার একার খাবার,
সাথে রবে বড়ই পাতা গরম জল আবার ।

তোমার স্বজনেরা তোমার চারেদিকে দাঁড়ীয়ে,
বসে পরে রবে মাটিতে আছড়ে দু-হাত বাড়িয়ে।
তোমায় রাখবে দূরের কারোর আশায়,
যারা রেখেছিলো আদরে আর ভালো বাসায় ।

সবাই আছে পাশে সাথে তবু তোমার নয়,
পাশে আছে সবাই সাথে যেতে ভীষণ ভয়।
তোমায় দেখে অবুঝ শিশুটি ও যে কাঁদবে,
তোমায় নিয়ে আর কেউ না ঘর বাঁধবে ।

পরে রবে তোমার প্রিয় ব্যবহারের সব,
চারেদিকে ভেসে যাবে তুমি নেই রব ।
পাবেনা খুঁজে আজ তোমার আপন কে কতো,
শেষ দেখা দেখতে তোমায় এসেছে যে শতো।


তারিখ : ১৮-০২-২০১৪ ইং ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আশিক রহমান ১৮/০২/২০১৪
    আজ নানুকে খুব মনে পরছে, যার ভালোবাসায় আজ এতদূর পর্যন্ত আসা।
    মনে হয় , হৃদয়ের গহীন থেকে এই লিখা।।
    • কে এইচ মাহাবুব ২০/০২/২০১৪
      ভাই আমি আপনাকে দুঃখ দিতে চাইনি, যদি পেয়ে থাকেন ক্ষমা করবেন । ধন্যবাদ ।
      • আশিক রহমান ২০/০২/২০১৪
        কি বলছেন ভাই... আমি দুঃখ পাইনি, বরং কবিতাটা অনেক ভাল হইছে । এমন কবিতা আর চাই...
 
Quantcast