উপদেশ
কাছের চেয়ে দূরে ভালো
আর ভালো স্বপ্নে ,
যেমন দেহো তেমন রবে
প্রেম রবে যত্নে ।
এক বিন্দু সুখ নেই
সুখ নেই সরষে দানাও ,
বিশ্বাস না হলে দেখো গিয়ে
তাতে নেই আমার মানাও ।
সব সুখ স্বর্গে বন্দী
সে কি কারোর জানা নয়,
কেন তবে মিথ্যে আশা- ভালোবাসা
কেনই বা; শুধু শুধু এ জীবন ক্ষয় ।
স্বর্গে যেতে চাও যদি
তবে নিজেকে হারিয়ে ফেলো ভাবনায় ,
তোমার আর নাই কেউ ইহকালে
কেন মিছে ছুটে চলেছো ব্যস্ততার তাড়নায় ।
********** সমাপ্ত **********
তারিখ : ০৫-১১-২০১০ ইং ।
আর ভালো স্বপ্নে ,
যেমন দেহো তেমন রবে
প্রেম রবে যত্নে ।
এক বিন্দু সুখ নেই
সুখ নেই সরষে দানাও ,
বিশ্বাস না হলে দেখো গিয়ে
তাতে নেই আমার মানাও ।
সব সুখ স্বর্গে বন্দী
সে কি কারোর জানা নয়,
কেন তবে মিথ্যে আশা- ভালোবাসা
কেনই বা; শুধু শুধু এ জীবন ক্ষয় ।
স্বর্গে যেতে চাও যদি
তবে নিজেকে হারিয়ে ফেলো ভাবনায় ,
তোমার আর নাই কেউ ইহকালে
কেন মিছে ছুটে চলেছো ব্যস্ততার তাড়নায় ।
********** সমাপ্ত **********
তারিখ : ০৫-১১-২০১০ ইং ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।