www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্ধ মানুষ

কে যায় ঐ পথে
ছোট পায়ে এক পা- দু পা- করে ,
সদ্য জন্ম নেওয়া শিশু সে
দেখে মনে হয় তারে ।

হাতে ছোট একটি লাঠি
পায়ে কালো জুতা পরা ,
পরনে কালো প্যান্ট
গায়ে সাদা পাঞ্জাবী গড়া ।

চোখে ঝুলানো চশমা
হাতে কাপড়ের থলে ,
দেখে মনে হয় সামান্য মানুষ
এলোমেলো কাপড় বলে ।

সবই আছে ঠিক তাঁর
পৃথিবীর মানুষের মত ,
চেহারাটা ও উজ্জল
দেখতে ঠিক পরির মতো ।

কি নেই , কি নেই তাঁর
নেই তাঁর দেখার নয়ন দুটি ,
লাঠি নিয়ে চলে তাই
ভূল পথে করে হাটাহাটি ।

লাঠি দিয়েই পায় সে
জীবনের সব কিছু দেখতে ,
এপৃথিবীর সব রাস্তাগুলো
মনের ভিতর থাকে শুধু আঁকতে ।

লাঠিটিই তাঁর জীবনের সাথী
বাঁচা মরার স্বপ্ন ,
তাকে ধরেই বুকের মাঝে
ভাবনায় থাকে মগ্ন ।

****** সমাপ্ত *******
তারিখ : ২৭-০৭-২০০১ ইং ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast