এ কোন অপরুপা
তুমি কি পারোনা আমার হতে
কেন থাকো তুমি তোমার মতে ।
ভালো লেগেছে তোমায় বেশ
তুমি সুন্দর দারুণ তোমার কেশ ।
তোমায় সঙ্গী করে আমি পেলে
জীবনটা যাবেই হেসে খেলে ।
পারোনা কি আমায় ভালবাসতে ।
তোমার সুখে একটুখানি হাসতে ।
চোখে ভাসে...ভাবনায় মনে জাগে
দেখিনি এ পথে কখনো আগে ।
দেখেছি পারিনি তোমায় ভুলিতে
এ মনে আঁকা ছবি যেন রং তুলিতে ।
যেন এলে পরী হয়ে আকাশ থেকে উড়ে,
তুমি চলে গেলে...আমি তাকিয়ে রইলাম
দূর... বহু দূর... বহু দূরে......... ।
********** সমাপ্ত **********
তারিখ : ০৭-০২-২০১৪ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
কেন থাকো তুমি তোমার মতে ।
ভালো লেগেছে তোমায় বেশ
তুমি সুন্দর দারুণ তোমার কেশ ।
তোমায় সঙ্গী করে আমি পেলে
জীবনটা যাবেই হেসে খেলে ।
পারোনা কি আমায় ভালবাসতে ।
তোমার সুখে একটুখানি হাসতে ।
চোখে ভাসে...ভাবনায় মনে জাগে
দেখিনি এ পথে কখনো আগে ।
দেখেছি পারিনি তোমায় ভুলিতে
এ মনে আঁকা ছবি যেন রং তুলিতে ।
যেন এলে পরী হয়ে আকাশ থেকে উড়ে,
তুমি চলে গেলে...আমি তাকিয়ে রইলাম
দূর... বহু দূর... বহু দূরে......... ।
********** সমাপ্ত **********
তারিখ : ০৭-০২-২০১৪ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পাগলা ০৭/০২/২০১৪বুঝতে পারছি... কবি প্রেমে পরেছেন...