www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হাহাকার

আজ আর নেই নদী
নেই মাঝি মাল্লা,
পাল তোলা নৌকাগুলো
দেয়না আর পাল্লা ।

নেই রুই নেই কাতল
নেই আর জেলে,
নেই চিংড়ি নেই বাইম
হবে কি জাল ফেলে ।

জমে না নৌকা বাইচ ও
বছরের শেষে আর ,
ভালো লাগতো দিন গুলো
করতে পেরে পার ।

নদী দেখতে ইচ্ছে জাগে
আজ আমার মনে ,
পাল তোলা নৌকাতে
ঘুরেছি কতো জনে ।

মাছের ভাগা ছিল পাঁচ
ইলিশের কেজি দশে ,
বলে-আমি আছি নাকি
সে-কালেই আজও বসে ।

চারেদিকে নেই নেই
হাহাকার শুধু ,
হয় না যাওয়া নৌকাতে
গাঁয়ের কারোর বধূ ।

তারিখ : ২০-০১-২০১৪ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast