মাঘের শীত
মাঘের শীত লাগে বাঘের গায়
মুরব্বীরা শুধু বলতেন তাই,
আজ দেখি তা- ঠিক নয়
হিমেল হাওয়া শুধু বয় ভাই ।
আগের শীত যায় না দেখা
বৃষ্টি ও হয় না আর শীতে ,
হয় না আকাশ মেঘলা আজ
আকাশ ডাকে না আজ গীতে ।
কোথায় সেই মাঘের শীত
কোথায় সেই কুয়াশার জাল,
কোথায় অন্তিমের লাল সূর্যটা
কোথায় গেল আজ সেই কাল ।
ঘরের চাল খেয়ে শেষ সব
এরপর করেছি কতো ধার দেনা,
শুকালোনা তবু সিদ্ধ ধান গুলো
যা-ছিল কিছুদিন আগে কেনা ।
কোথায় সেই মাঘের শীত
তা-আছে শুধু আমার মনে ,
কোথায় সেই দাদা-দাদী
কোথায় সেই গুণীজনে ।
******* সমাপ্ত *******
তারিখ : ১৯-০১-২০১৪ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
মুরব্বীরা শুধু বলতেন তাই,
আজ দেখি তা- ঠিক নয়
হিমেল হাওয়া শুধু বয় ভাই ।
আগের শীত যায় না দেখা
বৃষ্টি ও হয় না আর শীতে ,
হয় না আকাশ মেঘলা আজ
আকাশ ডাকে না আজ গীতে ।
কোথায় সেই মাঘের শীত
কোথায় সেই কুয়াশার জাল,
কোথায় অন্তিমের লাল সূর্যটা
কোথায় গেল আজ সেই কাল ।
ঘরের চাল খেয়ে শেষ সব
এরপর করেছি কতো ধার দেনা,
শুকালোনা তবু সিদ্ধ ধান গুলো
যা-ছিল কিছুদিন আগে কেনা ।
কোথায় সেই মাঘের শীত
তা-আছে শুধু আমার মনে ,
কোথায় সেই দাদা-দাদী
কোথায় সেই গুণীজনে ।
******* সমাপ্ত *******
তারিখ : ১৯-০১-২০১৪ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।