সব বুঝি
আমি তো নই অবুঝ
তুমি বল্লেই সব বুঝি,
পাইনি আজও ভালোবাসা
তাইতো তোমায় খুঁজি ।
কষ্ট গুলো বুকে বলে
চোখে তোমার ভাসে না,
তোমায় নিয়ে ভেবে ভেবে
ঘুম যে আমার আসে না ।
তুমি যদি দেখতে তা-
তবে বুঝতে আমার কষ্ট,
সুখের আশা আমায় দিয়া
করতে না জীবন টা নষ্ট ।
ভুল করোনা সবার মতো
আমায় দিয়ে দূরে ঠেলে,
কাঁদবে তুমিও তাঁদের মতো
তোমার চোখের জল ফেলে ।
********* সমাপ্ত *********
তারিখ : ১৬-০১-২০১৪ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
তুমি বল্লেই সব বুঝি,
পাইনি আজও ভালোবাসা
তাইতো তোমায় খুঁজি ।
কষ্ট গুলো বুকে বলে
চোখে তোমার ভাসে না,
তোমায় নিয়ে ভেবে ভেবে
ঘুম যে আমার আসে না ।
তুমি যদি দেখতে তা-
তবে বুঝতে আমার কষ্ট,
সুখের আশা আমায় দিয়া
করতে না জীবন টা নষ্ট ।
ভুল করোনা সবার মতো
আমায় দিয়ে দূরে ঠেলে,
কাঁদবে তুমিও তাঁদের মতো
তোমার চোখের জল ফেলে ।
********* সমাপ্ত *********
তারিখ : ১৬-০১-২০১৪ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।