চ্যানেল নির্বাচন
কবিতা
চ্যানেল নির্বাচন
-কে,এইচ,মাহাবুব
**************************
বেতারের কথা আজ আর নেই কারো জানা
নেই কারো বিটিবির কথা ও মনে,
কতো চ্যানেল গজেছিল নতুন নতুন
সেতো জানে বাংলার জনগণে ।
সব চ্যানেলই আজ সরকারের ভাই
পাবলিকের যে কোনটা নয়,
বলতে গেলে সেখানে নিজের কথা
পিছনে আট এর আজিন কিয়ার ভয় ।
ভোট কেন্দ্র কেন স্কুল হলো ?
পুড়ছে হয়তো সে তাই,
ভোট কেন্দ্রটা সংসদ হলে
স্কুল কি আর পুড়তো ভাই ।
এই ভোট কভু সুখ দেবেনা
জানি আমি ভালো করেই জানি ,
আমারতো ভাই ভোটই নেই
এই দুঃখটা কি করে আমি মানি ।
******** সমাপ্ত ********
তারিখ : ০৪-০১-২০১৪ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
চ্যানেল নির্বাচন
-কে,এইচ,মাহাবুব
**************************
বেতারের কথা আজ আর নেই কারো জানা
নেই কারো বিটিবির কথা ও মনে,
কতো চ্যানেল গজেছিল নতুন নতুন
সেতো জানে বাংলার জনগণে ।
সব চ্যানেলই আজ সরকারের ভাই
পাবলিকের যে কোনটা নয়,
বলতে গেলে সেখানে নিজের কথা
পিছনে আট এর আজিন কিয়ার ভয় ।
ভোট কেন্দ্র কেন স্কুল হলো ?
পুড়ছে হয়তো সে তাই,
ভোট কেন্দ্রটা সংসদ হলে
স্কুল কি আর পুড়তো ভাই ।
এই ভোট কভু সুখ দেবেনা
জানি আমি ভালো করেই জানি ,
আমারতো ভাই ভোটই নেই
এই দুঃখটা কি করে আমি মানি ।
******** সমাপ্ত ********
তারিখ : ০৪-০১-২০১৪ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০৫/০১/২০১৪সত্য কথন