ইয়ারনের ঘর
কবিতা
ইয়ারনের ঘর
-কে,এইচ,মাহাবুব
*****************
তুমি সুখেই আছো ইয়ারন
আজ তোমার স্বপ্ন সত্যি,
খুঁজে পেয়েছো নতুন জীবন
খুঁজে পেয়েছো জীবনের সঠিক গতি ।
রয়েছ প্রিয় স্বামীর ঘরে
কাটাচ্ছো জীবনের মূল্যবান দিন,
অনুভব করছো মিলনের সুখ
সুখের নিদ্রায় নিজেকে করে বিলিন।
তোমার দেহের মিলন সুখে
হারিয়ে যাও স্বর্গের মাঝে,
কাটাও আনন্দে সারা রাত
দিনে নামো স্বামীর কাজে ।
শেষ করে দাও সব কাজ
রাতের মিলন সুখের ভাবনায়,
মিলন সুখে কাটাও মুহূর্ত
তবুও থাকো মিলনের প্রতীক্ষায় ।
পেয়েছো প্রাণ প্রিয় স্বামী
বুঝেছো মিলনের সুখ ,
আমি যে রবো আমার মতো
পারবোনা দেখতে বঁধুয়ার মুখ।
*********** সমাপ্ত **********
তারিখ : ৩১-০১-২০০২ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
ইয়ারনের ঘর
-কে,এইচ,মাহাবুব
*****************
তুমি সুখেই আছো ইয়ারন
আজ তোমার স্বপ্ন সত্যি,
খুঁজে পেয়েছো নতুন জীবন
খুঁজে পেয়েছো জীবনের সঠিক গতি ।
রয়েছ প্রিয় স্বামীর ঘরে
কাটাচ্ছো জীবনের মূল্যবান দিন,
অনুভব করছো মিলনের সুখ
সুখের নিদ্রায় নিজেকে করে বিলিন।
তোমার দেহের মিলন সুখে
হারিয়ে যাও স্বর্গের মাঝে,
কাটাও আনন্দে সারা রাত
দিনে নামো স্বামীর কাজে ।
শেষ করে দাও সব কাজ
রাতের মিলন সুখের ভাবনায়,
মিলন সুখে কাটাও মুহূর্ত
তবুও থাকো মিলনের প্রতীক্ষায় ।
পেয়েছো প্রাণ প্রিয় স্বামী
বুঝেছো মিলনের সুখ ,
আমি যে রবো আমার মতো
পারবোনা দেখতে বঁধুয়ার মুখ।
*********** সমাপ্ত **********
তারিখ : ৩১-০১-২০০২ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০১/০১/২০১৪
শুভেচ্ছা