শেফালীর ধর্মের অজুহাত
কবিতা
শেফালীর ধর্মের অজুহাত
- কে এইচ মাহাবুব
****************************
আমি অতীতেই বুঝেছি শেফালী
তুমি আমাকে ধর্মের অজুহাত দেখাবে,
তোমার ধর্ম আমার ধর্ম এক নয়
তবে আমাকে তুমি ভালো বাসবে কিভাবে ।
অতীতেই বলেছি তোমার আমার ধর্মের কথা
আমি সব ধর্মকে সমান ভাবে বিশ্বাস করি ,
তাই বলে তো তুমি আমি আলাদা কিছু নয়
একই ধর্মের একই স্রষ্টার একই বস্তুর তৈরী ।
তোমার ভাষা হতে পারে শেফালী ভিন্ন
ধর্মতে সত্যিই তুমি আমি সমানে- সমান,
অন্য কাউকে জানাইওনা হাজার প্রণয়
সৃষ্টি কর্তাকে করো ভক্তি;মানিও মহান ।
আমিতো আগেই বলেছি তুমি কতোটা সু-চতুর
তবে কেন তুমি আমায় বুঝেছ ভুল ,
তুমি দেখোনি কেন আমার শেষের কবিতা
তবেই তুমি বুঝতে আমাকে...তোমার কথা বুঝতে ভুল ।
আমাকে শেফালী না বুঝে ভুল করেছো
তোমার কাছে ভালোবাসা চেয়েছি বলে,
আমি মানুষের মতো গভীর ভালোবাসা চাইনি,
চেয়েছি সামান্য ;আমার জীবন চলবে যতোটুকু হলে ।
*********** সমাপ্ত **********
তারিখ : ০৭-০২-২০০২ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
শেফালীর ধর্মের অজুহাত
- কে এইচ মাহাবুব
****************************
আমি অতীতেই বুঝেছি শেফালী
তুমি আমাকে ধর্মের অজুহাত দেখাবে,
তোমার ধর্ম আমার ধর্ম এক নয়
তবে আমাকে তুমি ভালো বাসবে কিভাবে ।
অতীতেই বলেছি তোমার আমার ধর্মের কথা
আমি সব ধর্মকে সমান ভাবে বিশ্বাস করি ,
তাই বলে তো তুমি আমি আলাদা কিছু নয়
একই ধর্মের একই স্রষ্টার একই বস্তুর তৈরী ।
তোমার ভাষা হতে পারে শেফালী ভিন্ন
ধর্মতে সত্যিই তুমি আমি সমানে- সমান,
অন্য কাউকে জানাইওনা হাজার প্রণয়
সৃষ্টি কর্তাকে করো ভক্তি;মানিও মহান ।
আমিতো আগেই বলেছি তুমি কতোটা সু-চতুর
তবে কেন তুমি আমায় বুঝেছ ভুল ,
তুমি দেখোনি কেন আমার শেষের কবিতা
তবেই তুমি বুঝতে আমাকে...তোমার কথা বুঝতে ভুল ।
আমাকে শেফালী না বুঝে ভুল করেছো
তোমার কাছে ভালোবাসা চেয়েছি বলে,
আমি মানুষের মতো গভীর ভালোবাসা চাইনি,
চেয়েছি সামান্য ;আমার জীবন চলবে যতোটুকু হলে ।
*********** সমাপ্ত **********
তারিখ : ০৭-০২-২০০২ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এফ সাকি ৩০/১২/২০১৩
-
אולי כולנו טועים ২৮/১২/২০১৩ভালো লাগলো
আত্মীয়তা ধন,
বাহ্যিক সবই মূল উপাদান
মনের মতো মন।
শেফালির কাছে কি পেয়েছিলে তেমনি হূদয় ।না পেলে তোমার ভুল।শেফালির নয়।