ভাববো কখন
কবিতা
ভাববো কখন
-কে,এইচ,মাহাবুব
***********************
ভাববো কখন নিজেকে নিয়ে
সময় যে নেই হাতে ,
ভাবি শেফালী তোমায় নিয়ে
সময় হলে রাতে ।
ভাববো কখন নিজেকে নিয়ে
কর্ম থাকে হাতে ,
ফুঁড়িয়ে গেলে সব কর্ম
পারিনা নীরব হতে ।
ভাববো কখন তোমায় নিয়ে
কখন লিখবো গান,
কখন লিখবো প্রেমের কবিতা
রাখতে আমার মান ।
ভাববো কখন তোমায় নিয়ে শেফালী
আমার যে ভাবার সময় হয় না,
তুমি এসে চলে যাও প্রতিদিন
আমার সাথে তো কথা কও না ।
তোমায় দেখলে ভাবনা হয়
তুমি চলে গেলে ভুলে যাই ,
কখন ও তোমায় পাওয়ার আসায়
এদিক সেদিক খুঁজে বেড়াই ।
নিজেকে নিয়ে ভাবি না আমি
ভাবি পরকে নিয়ে ,
এভাবে কি কাটবে জীবন
শুধু একাকীত্ব নিজেকে নিয়ে ।
*********** সমাপ্ত **********
তারিখ : ১৯-০৮-২০০২ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
ভাববো কখন
-কে,এইচ,মাহাবুব
***********************
ভাববো কখন নিজেকে নিয়ে
সময় যে নেই হাতে ,
ভাবি শেফালী তোমায় নিয়ে
সময় হলে রাতে ।
ভাববো কখন নিজেকে নিয়ে
কর্ম থাকে হাতে ,
ফুঁড়িয়ে গেলে সব কর্ম
পারিনা নীরব হতে ।
ভাববো কখন তোমায় নিয়ে
কখন লিখবো গান,
কখন লিখবো প্রেমের কবিতা
রাখতে আমার মান ।
ভাববো কখন তোমায় নিয়ে শেফালী
আমার যে ভাবার সময় হয় না,
তুমি এসে চলে যাও প্রতিদিন
আমার সাথে তো কথা কও না ।
তোমায় দেখলে ভাবনা হয়
তুমি চলে গেলে ভুলে যাই ,
কখন ও তোমায় পাওয়ার আসায়
এদিক সেদিক খুঁজে বেড়াই ।
নিজেকে নিয়ে ভাবি না আমি
ভাবি পরকে নিয়ে ,
এভাবে কি কাটবে জীবন
শুধু একাকীত্ব নিজেকে নিয়ে ।
*********** সমাপ্ত **********
তারিখ : ১৯-০৮-২০০২ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ১৫/১২/২০১৩অসাধারণ কামাল ভাই