খুঁজে পাওয়া মন
কবিতা
খুঁজে পাওয়া মন
-কে,এইচ,মাহাবুব
***********************
মানুষকে ভালবাসা কঠিন
কঠিন মানুষের মনকে ভালবাসা
কোন মানুষকে ভাল লাগলে
ভালবাসতে পারলেই...
তাঁর সুন্দর মনকে ভালবাসা যায়না ,
মন যে বিধাতার হাতে সৃষ্টি
মানুষের শ্রেষ্টতম বস্তু
আর সেই শ্রেষ্টতম বস্তুকে
বিধাতা এমন জায়গায় রেখেছেন
মনের মানুষ না হলে পাওয়া যায় না ।
নিজের মনকে খুঁজিনি আমি
খুঁজেছি অন্যের মন
অন্যের মনকে খুঁজে খুঁজে আমি
পুড়েছে কপাল পুড়েছে জীবন ,
আমি একজন মানুষ
অন্যান্য মানুষের মতো জীবন্ত মানুষ নই ?
আমি শুকনো কাঠের পুড়ে যাওয়া কয়লা
অন্যকে খুঁজতে গিয়েই নিজেকে হারাই...।
************** সমাপ্ত *****************
তারিখ : ১৮-০৮-২০০২ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
খুঁজে পাওয়া মন
-কে,এইচ,মাহাবুব
***********************
মানুষকে ভালবাসা কঠিন
কঠিন মানুষের মনকে ভালবাসা
কোন মানুষকে ভাল লাগলে
ভালবাসতে পারলেই...
তাঁর সুন্দর মনকে ভালবাসা যায়না ,
মন যে বিধাতার হাতে সৃষ্টি
মানুষের শ্রেষ্টতম বস্তু
আর সেই শ্রেষ্টতম বস্তুকে
বিধাতা এমন জায়গায় রেখেছেন
মনের মানুষ না হলে পাওয়া যায় না ।
নিজের মনকে খুঁজিনি আমি
খুঁজেছি অন্যের মন
অন্যের মনকে খুঁজে খুঁজে আমি
পুড়েছে কপাল পুড়েছে জীবন ,
আমি একজন মানুষ
অন্যান্য মানুষের মতো জীবন্ত মানুষ নই ?
আমি শুকনো কাঠের পুড়ে যাওয়া কয়লা
অন্যকে খুঁজতে গিয়েই নিজেকে হারাই...।
************** সমাপ্ত *****************
তারিখ : ১৮-০৮-২০০২ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ১৪/১২/২০১৩বেশ ভালো লাগলো, কবি l
-
সুবীর কাস্মীর পেরেরা ১৩/১২/২০১৩অনবদ্য কামাল ভাই