www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাবনা হয়

কবিতা
ভাবনা হয়
-কে,এইচ,মাহাবুব
***************************

কারো দিকে তাকাতে নেই
তবে ভালো লাগবে তারে ,
ভাবতে নেই সরল মনে
মরবে হৃদয় ভাবনার ভাঁড়ে ।

না ভাবলেও ভাবতে হবে
তাঁকে নিয়ে শতবার,
রাতের বেলায় স্বপ্ন হয়ে
চোখে ভাসবে বারবার ।

সকালের ভাবনা হবে
যদি স্বপ্ন থাকে মনে,
কাজের ফাঁকে ভাববে তাই
একাকী নীরব নির্জনে ।

কভু যদি আসে সে...
চোখের সীমানায়,
মায়া বাড়ে তাঁর রুপে
জড়ায় গভীর মমতায় ।

তাই বলি তাকাতে নেই
ভাবতে যাবে দিন ক্ষণ ,
মন কেবলই রবে শ্রমে
এমনি করেই কাটাবে জীবন ।



*********** সমাপ্ত **********
তারিখ : ২০-০৮-২০০২ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ১৩/১২/২০১৩
    ভাল লাগলো
  • পল্লব ১২/১২/২০১৩
    ভাল লিখেছেন। তবে চোখ-কান-নাক সব তো বন্ধ করে বসে থাকাও যায় না... :)
 
Quantcast