www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শেফালীর বড়দিন

কবিতা
শেফালীর বড়দিন
-কে,এইচ,মাহাবুব
************************************
আমি তোমাকে ভুলে গেছি শেফালী
হতে পারি আমি তার জন্য অপরাধী ,
তাঁর চেয়ে ও বড় অপরাধ আমার কাছে তোমার
তবে কিভাবে বল তোমায় নিয়ে আশায় ঘর বাঁধি ।

তুমি না আসো আমার কাছে কখন ও
না দাও একাকী কভু নির্জনে দেখা ,
কেমনে রাখবো তোমায় মনে ...
শুকিয়ে গেলে ভালবাসার হৃদয় রেখা ।

আজ তোমার ধর্মের ধর্মীও বড় দিন
ছিলনা তা আমার একটুও স্মরণে ,
তোমার দোষেই তুমি দূরে
নেই তাই তুমি আমার মনে ।

তোমার আমার কথা জানতো সবাই
আমাকে গতকাল বল্ল মামা ,
আগামীকাল তোমার বড় দিন
তোমার আমার নেই কোন তফাৎ
তুমি নারী আমি পুরুষ একই কাপড়ে পরি জামা ।

আমি তাঁর কথা না বুঝিয়া
উত্তর দিলাম তখন তাঁরে ,
কি বল্লে তুমি আলমগির মামা
আগের কথা বুঝিয়ে বল আবার আমারে ।

আগামীকাল শেফালীর বড় দিন
লিখবেনা কিছু এবার আর আগের মতো
গতবছর তো লিখেছিলে একটি
আমার ভালো লেগেছিল খুব...
হয়েছিল তা মনের মতো ।

এবার ও একটি কবিতা লিখো
নষ্ট কর তোমার সময় এবং একটি পাতা,
আমি যে আর আগের মতো নেই মামা
এখন আর নিই সেই আগের মতো মাথা ।

হারিয়ে ফেলেছি সে সব দিন
হারিয়ে ফেলেছি সে সব এসে গানের ভুভনে ,
আজ আর ভাবিনা অতীতের কথা
শেফালী ও আজ আর নেই তা মনে ।

ভেবে দেখি কি করা যায় ...
শত চেষ্টা করবো লেখার জন্য কবিতা ,
তবে জাগবো না হয় সারা রাত
পাবো না হয় বুকে কষ্ট মনে ব্যথা ।

তুমি আজ যাবে শেফালী ধর্ম মন্দিরে
তাই আছি আমি তোমার পথো চেয়ে ,
কিভাবে সাজবে তুমি আজ
আমি দেখবো তা-দু”নয়নে চেয়ে ।

****** সমাপ্ত ********
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ২২/১২/২০০২ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast