আমার পরাজয় শেফালী
কবিতা
আমার পরাজয় শেফালী
-কে,এইচ,মাহাবুব
***********************
আমি তোমাকেই খুঁজে এলাম শেফালী
রাতের কন কনে শীতে ,
ঘুরে এলাম দুজনে তোমার হাঁটা পথে
পেলাম শেষে আমার সীমানায় এসে দাঁড়াতে ।
আমি বুঝিনি তুমি আমার কাছেই আছো
বাজার নিয়ে দাঁড়ীয়ে হাতে ,
তোমার কথা শুনেই আমি বুঝতে পেরেছি
দেখেছি তখনই তোমায় প্রথম তাকাতে ।
আমি তাকিয়ে দেখেছি দূর হতে
তুমি কোন দিকে চলে যাও ,
তোমার পিছে পিছে চল্লাম আমি ও
না যেন তুমি কোথাও হারাও ।
আমি দাঁড়ীয়ে আছি তোমার পথে
জানি শেফালী তুমি এ পথেই আসবে ,
তোমায় দেখবো দুচোখে আবারও একবার
তা-না হলে দুচোখ জলে ভাসবে ।
জানিনা কোথায় হারালে তুমি তখন
আমি তোমার পথে চেয়ে চেয়ে সময় করেছি ক্ষয় ,
তুমি আসোনি সে পথে তখন আর
তোমার ভাগ্যের কাছে আজ আমার হলো পরাজয় ।
*********** সমাপ্ত ***************
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ২৯/১২/২০০২ইং
আমার পরাজয় শেফালী
-কে,এইচ,মাহাবুব
***********************
আমি তোমাকেই খুঁজে এলাম শেফালী
রাতের কন কনে শীতে ,
ঘুরে এলাম দুজনে তোমার হাঁটা পথে
পেলাম শেষে আমার সীমানায় এসে দাঁড়াতে ।
আমি বুঝিনি তুমি আমার কাছেই আছো
বাজার নিয়ে দাঁড়ীয়ে হাতে ,
তোমার কথা শুনেই আমি বুঝতে পেরেছি
দেখেছি তখনই তোমায় প্রথম তাকাতে ।
আমি তাকিয়ে দেখেছি দূর হতে
তুমি কোন দিকে চলে যাও ,
তোমার পিছে পিছে চল্লাম আমি ও
না যেন তুমি কোথাও হারাও ।
আমি দাঁড়ীয়ে আছি তোমার পথে
জানি শেফালী তুমি এ পথেই আসবে ,
তোমায় দেখবো দুচোখে আবারও একবার
তা-না হলে দুচোখ জলে ভাসবে ।
জানিনা কোথায় হারালে তুমি তখন
আমি তোমার পথে চেয়ে চেয়ে সময় করেছি ক্ষয় ,
তুমি আসোনি সে পথে তখন আর
তোমার ভাগ্যের কাছে আজ আমার হলো পরাজয় ।
*********** সমাপ্ত ***************
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ২৯/১২/২০০২ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।