কবির জীবন
কবিতা
কবির জীবন
-কে,এইচ,মাহাবুব
**************************
কবির ধর্ম কাব্য সাজানো
ভালো লাগে দেখে যখন যারে ,
তারে নিয়েই হয় হাজার ভাবনা
সাজাই কবিতা তখনই নিয়ে যারে তারে ।
কবির মন কর্মে নয়
ব্যাস্ত সর্বক্ষণ লেখার ভাবনায় ,
কখন লিখবে কোন কবিতা
শব্দ ছন্দ তাই খুঁজে বেড়ায় ।
চায়না তাই কারো ভালোবাসা
কাটাতে চায় তাই একাকী জীবন ,
সঙ্গী হোক তার জীবনে কেউ
সহো করুক তার কাব্য লেখার জ্বালাতন ।
সুখের চেয়ে দুঃখ ভাল
দুঃখ পেলে আমি খুশি তাই ,
হয় যদি দুঃখ সঠিক
পেয়ে ও যদি নারীকে হারাই ।
এইতো কবির চাওয়া মাত্র
ধন্য তিনি পেলে এই ধন ,
দুঃখ না রইল তার একটু ও
এবার যদি তার হয় মরণ ।
********* সমাপ্ত **********
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ০৫/০১/২০০৩ইং
কবির জীবন
-কে,এইচ,মাহাবুব
**************************
কবির ধর্ম কাব্য সাজানো
ভালো লাগে দেখে যখন যারে ,
তারে নিয়েই হয় হাজার ভাবনা
সাজাই কবিতা তখনই নিয়ে যারে তারে ।
কবির মন কর্মে নয়
ব্যাস্ত সর্বক্ষণ লেখার ভাবনায় ,
কখন লিখবে কোন কবিতা
শব্দ ছন্দ তাই খুঁজে বেড়ায় ।
চায়না তাই কারো ভালোবাসা
কাটাতে চায় তাই একাকী জীবন ,
সঙ্গী হোক তার জীবনে কেউ
সহো করুক তার কাব্য লেখার জ্বালাতন ।
সুখের চেয়ে দুঃখ ভাল
দুঃখ পেলে আমি খুশি তাই ,
হয় যদি দুঃখ সঠিক
পেয়ে ও যদি নারীকে হারাই ।
এইতো কবির চাওয়া মাত্র
ধন্য তিনি পেলে এই ধন ,
দুঃখ না রইল তার একটু ও
এবার যদি তার হয় মরণ ।
********* সমাপ্ত **********
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ০৫/০১/২০০৩ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিত্য ০২/১২/২০১৩কবির কাছ থেকে এরকম সুন্দর সুন্দর কবিতা আরও চাই।