www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অতীত

কবিতা
অতীত
-কে,এইচ,মাহাবুব
************************************

আমার চারেদিকে আমি যখন আমার চোখে তাকাই
কেন যেন  খালি খালি মনে হয় সব ;
মনে হয় এ পৃথিবীতে আমি একা ,আমিই আমার শুধু একা...
আমার এ পৃথিবীতে আর কেউ নাই ।


যদি ভাবি  সেই পিছু ফেলা অতীত নিস্তব্ধ নীরব রাতের কথা
যদি ভাবি  আমার সেই পিছু ফেলা অতীত
চারেদিকেকার  তখনকার কথা ,
আমার মনে হয় আমি তখন আমাকে আর
ঠিক রাখতে পারিনা যতো চেষ্টা করি নিজেকে
বুকের মাঝে আঁতকে ওঠে এ পৃথিবীর সব ব্যথা ।


ভাইয়ে ভাইয়ে নেই মিল নেই মিল বোনে বোনে
মিল নেই পাড়া প্রতিবেশী কারো কিংবা...
অথবা অন্য কোন কিছুর সাথে ,
কেউ কি ভাবে সে সব ; কতোটা পাষাণ মানুষ
কতোটা পাষাণ আমি আমরা সবাই
কেউ ভাবেনা সে সব... না ঘুমিয়ে একাকী গভীর রাতে ।

********** সমাপ্ত *************
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ  ২৯/১১/২০১৩ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast