কুয়াশার কাঁদা
কবিতা
কুয়াশার কাঁদা
কে,এইচ, মাহাবুব
********************
দাদার পায়ে লেগেছে কাঁদা
বল কি করে ছাড়াই তা ,
দাঁড়ীয়ে থেকো তুমিএখানেই
ধুয়ে আসি পা ।
চারিদিকে শূন্য ভিটা
নেই কোথাও পানির পুকুর ,
ঘাস দলে দুটি পায়ে
শিশির বিন্দুতে শিশির করছি দূর ।
দূর্বাঘাসে লিখছি নাম
শিশির বিন্দু দলে পায় ,
একটু পরেই মুছে যাবে
রৌদ্র লাগলে ঘাসের গায় ।
………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ০১/০৮/২০০৭ ইং ।
কুয়াশার কাঁদা
কে,এইচ, মাহাবুব
********************
দাদার পায়ে লেগেছে কাঁদা
বল কি করে ছাড়াই তা ,
দাঁড়ীয়ে থেকো তুমিএখানেই
ধুয়ে আসি পা ।
চারিদিকে শূন্য ভিটা
নেই কোথাও পানির পুকুর ,
ঘাস দলে দুটি পায়ে
শিশির বিন্দুতে শিশির করছি দূর ।
দূর্বাঘাসে লিখছি নাম
শিশির বিন্দু দলে পায় ,
একটু পরেই মুছে যাবে
রৌদ্র লাগলে ঘাসের গায় ।
………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ০১/০৮/২০০৭ ইং ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।