www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভূমি কম্প

কবিতা
ভূমি কম্প
কে,এইচ, মাহাবুব
*******************
ভূমি কম্পে ভূমি নড়ে
ছোট আকাশটা হয় গুড়ো ,
লাল রঙ্গে রঙ্গিন এখানে
হয়েছে মাথা মুণ্ড গুড়ো ।

আহত’রা শুয়ে ঘুমায়
মেডিকেলের সিটে ,
কে – কার আপনজন
দেখে কে খোঁজে সে তল্লাটে ।

ডাক্টার – নার্স ছোটা ছুটি
এ সিটে নয় ও সিটে নয় ,
তিব্র যন্ত্রনায় কাটছে মুহূর্ত
বাঁচবো না , মনে সেই ভয় ।

চিৎকার দিয়ে কাঁদছে –
বাবারে – মাগোরে বলে ,
ইশ্ কানটা ঝালাপালা হয়ে গেল
আজ আর থাকা যাবে না মহলে ।

কি ব্যাপার এতো কান্না কিসের ?
মারা গেছে মাত্র ও পাশে একজন ,
স্যার ও পাশে ও মরেছে –
কি করব বল আমি এখন ।

এসিটে ওসিটে মৃত্যু
ক্রমেই হুল্লোর চিৎকার ,
নিস্তব্ধতার প্রকশ এখানেই
স্রষ্টাই এক মাত্র নিরাকার ।


………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ০২/০১/২০০৫ ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ১৬/১১/২০১৩
    ভয়াবহ
 
Quantcast