রঙ্গের ঘুড়ি
কবিতা
রঙ্গের ঘুড়ি
কে,এইচ, মাহাবুব
********************
আকাশপানে হাওয়ার টানে
রঙ্গের ঘুড়ি ওড়ে ,
নাটাই হীন – সুতা বিহীন
আকাশ মাঝে ঘোরে ।
ডানা মেলে –চিল খেলে
মহাশূন্যের মাঝে ,
কি পায় - কি খায়
সকাল দুপুর সাঝে ।
দুপুর বেলায় – ঘূর্ণি হাওয়ায়
ঘুড়ি টেনে নেয় ,
গ্রাম পেরিয়ে – মাঠ পেরিয়ে
নামিয়ে সে –দেয় ।
………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ১৬/০৮/২০০৭ইং
রঙ্গের ঘুড়ি
কে,এইচ, মাহাবুব
********************
আকাশপানে হাওয়ার টানে
রঙ্গের ঘুড়ি ওড়ে ,
নাটাই হীন – সুতা বিহীন
আকাশ মাঝে ঘোরে ।
ডানা মেলে –চিল খেলে
মহাশূন্যের মাঝে ,
কি পায় - কি খায়
সকাল দুপুর সাঝে ।
দুপুর বেলায় – ঘূর্ণি হাওয়ায়
ঘুড়ি টেনে নেয় ,
গ্রাম পেরিয়ে – মাঠ পেরিয়ে
নামিয়ে সে –দেয় ।
………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ১৬/০৮/২০০৭ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।