শীতের শিশির
কবিতা
শীতের শিশির
-কে,এইচ, মাহাবুব
******************************
কুয়াশার নীল চাদর
শীত এলো নিয়ে
ধুয়ে এসেছি পা –
শিশির বিন্দু দিয়ে ।
শীত এলো ঠক-ঠকে
কাঁপন দিয়ে গায় ,
দূর্বাঘাসের শিশির বিন্দু
জড়িয়ে দুটি পায় ।
পিঠা খাওয়ার পরল ধুম
চাল কুটছে ঢেঁকিতে ,
কাঁপছি আমি ঠক-ঠক
ঘুম হচ্ছে না চকিতে ।
মাটি কাঁপে চকি কাঁপে
কাঁপে ঘর বাড়ি ,
শীত এলেই ভাল খাওয়া
তাই তো মজা ভারি ।
************* সমাপ্ত *******************
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ০১/০৮/২০০৭ ইং ।
শীতের শিশির
-কে,এইচ, মাহাবুব
******************************
কুয়াশার নীল চাদর
শীত এলো নিয়ে
ধুয়ে এসেছি পা –
শিশির বিন্দু দিয়ে ।
শীত এলো ঠক-ঠকে
কাঁপন দিয়ে গায় ,
দূর্বাঘাসের শিশির বিন্দু
জড়িয়ে দুটি পায় ।
পিঠা খাওয়ার পরল ধুম
চাল কুটছে ঢেঁকিতে ,
কাঁপছি আমি ঠক-ঠক
ঘুম হচ্ছে না চকিতে ।
মাটি কাঁপে চকি কাঁপে
কাঁপে ঘর বাড়ি ,
শীত এলেই ভাল খাওয়া
তাই তো মজা ভারি ।
************* সমাপ্ত *******************
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ০১/০৮/২০০৭ ইং ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৯/১১/২০১৩দারুণ হয়েছে।