www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শেফালীর কল

কবিতা
শেফালীর কল
-কে,এইচ, মাহাবুব
********************************************
ওরা দেখে দেখে ক্যাসেট পছন্দ করছিল
সাথে একটি ছেলে ও আছে বটে ,
আমার মতো বাঙ্গালি নয় তারা
ধর্ম ভিন্ন হলেও –
আমার মতো ওরা ও মানুষ –
মানুষ বলেই তো এসেছে আমার তল্লাটে ।

মোবাইল ফোন বেঁজে উঠল তখন ই
ছুটে গেলাম মোবাইল এর কাছে
গিয়ে দেখলাম নাম্বার টি চেনা জানা নয় ,
কিছুক্ষন পর আবার বেঁজে উঠল
হ্যালো কে আপনি ?
কাকে চান বলবেন আমায় ।

কি বলছেন কিছুই বোঝা যাচ্ছে না
তবে কি শেফালীর কেউ ,
কি ব্যাপার লাইন টি কেটে দিল
মোবাইলে টাকা ঢুকিয়ে পরে করব রিং
কাব্য শোনাব মিষ্টি করে
হোক না সে যে কেউ ।

………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ০৯/০৯/২০০৭ ইং ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast