www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাত্রীকাল

কবিতা
রাত্রীকাল
কে,এইচ, মাহাবুব
****************************************
অতীতের রোগ বেড়েছে আজ
এ যন্ত্রণা বড়ই নিদারুণ ,
এ পিঠ ও পিঠ করছি শুধু
নিজের অজান্তে কি যেন ভাবছি সারাক্ষন ।

এ যন্ত্রণা কি করে সইব আমি
আমি তো আর আগের মতো নই –
যেন কার ও মায়ায় জড়িয়ে আছি অবিরত ,
আমার কে আছে ?
আমার আজ আর নেই কেউ
নেই কোন পিছু ভাবনা –
তবে কেন সইব আমি এই নিদারুণ কষ্ট ,
ভালবাসাহীন বুকটাকে করেছি ক্ষত-বিক্ষত ।

এ যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই -
মুক্তি চাই –
মুক্তি চাই –
মুক্তি চাই –
আমাকে তুমি মুক্ত করে দাও বিধাতা ,
অন্যথা আমি মেনে নেব সব লাঞ্ছনা
হে আমার সৃষ্টিকারী স্রষ্টা
তুমিই আমার সব তুমিই আমার ভ্রাতা ।


বিঃদ্রঃ – কবিতাটি ‘রাত্রী কাল’ নাম করণের জন্য সহোযোগিতা করেছেন আমাদের ‘স্বপ্ন পূরণ পিত্রকা’ এর জলিল ভাই ।

………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ২৩/০৮/২০০৫ ইং ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast