বন্ধু দিবস
কবিতা
বন্ধু দিবস
কে,এইচ, মাহাবুব
************************
এমন বন্ধু কোথায় পাই
চরিত্র যার ভালো ,
মনেতে নেইকো আঁধার
অন্তর টা নয় কালো ।
নাহি করে ধুমপান
নাহি করে নেশা ,
ভালো হতে করে আদেশ
সেটাই তার পেশা ।
লেখা পড়া করে ভাল
স্কুল সেরা ছাত্র সে –
হবো আমি তারই বন্ধু
বাংলার এই বন্ধু দিবসে ।
………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ৩১/০৭/২০০৭ ইং ।
বন্ধু দিবস
কে,এইচ, মাহাবুব
************************
এমন বন্ধু কোথায় পাই
চরিত্র যার ভালো ,
মনেতে নেইকো আঁধার
অন্তর টা নয় কালো ।
নাহি করে ধুমপান
নাহি করে নেশা ,
ভালো হতে করে আদেশ
সেটাই তার পেশা ।
লেখা পড়া করে ভাল
স্কুল সেরা ছাত্র সে –
হবো আমি তারই বন্ধু
বাংলার এই বন্ধু দিবসে ।
………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ৩১/০৭/২০০৭ ইং ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবীর হুমায়ূন ৩০/১০/২০১৩
-
Înšigniã Āvî ৩০/১০/২০১৩নিশ্চই পাবেন....... আশা রাখি ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩০/১০/২০১৩খুব খুব ভালো লাগলো
-
জহির রহমান ৩০/১০/২০১৩ভাল লেগেছে কবিতাটি।
এটি আমারও চাওয়া। আমার একজন বন্ধু থাকবে, যে আমার মন্দগুলোর মৃদ্যু ভৎসনা করে আমায় সংশোধন করবে, আর আমার ভালো গুলোয় উৎসাহ প্রদান করবে। আসলে আমাদের প্রত্যেকের জন্য এমন বন্ধু থাকা খুব দরকার।
শুভেচ্ছা কবিকে।
তবে, বন্ধুর ভান করে চলতে হয়।
ভালো থেকো বন্ধূ।