www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্ধু দিবস

কবিতা
বন্ধু দিবস
কে,এইচ, মাহাবুব
************************
এমন বন্ধু কোথায় পাই
চরিত্র যার ভালো ,
মনেতে নেইকো আঁধার
অন্তর টা নয় কালো ।

নাহি করে ধুমপান
নাহি করে নেশা ,
ভালো হতে করে আদেশ
সেটাই তার পেশা ।

লেখা পড়া করে ভাল
স্কুল সেরা ছাত্র সে –
হবো আমি তারই বন্ধু
বাংলার এই বন্ধু দিবসে ।


………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ khmahabub@yahoo.com
তারিখঃ ৩১/০৭/২০০৭ ইং ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবীর হুমায়ূন ৩০/১০/২০১৩
    বন্ধু পাওয়া বড়োই কষ্টকর।
    তবে, বন্ধুর ভান করে চলতে হয়।
    ভালো থেকো বন্ধূ।
  • Înšigniã Āvî ৩০/১০/২০১৩
    নিশ্চই পাবেন....... আশা রাখি ।
  • খুব খুব ভালো লাগলো
  • জহির রহমান ৩০/১০/২০১৩
    ভাল লেগেছে কবিতাটি।
    এটি আমারও চাওয়া। আমার একজন বন্ধু থাকবে, যে আমার মন্দগুলোর মৃদ্যু ভৎসনা করে আমায় সংশোধন করবে, আর আমার ভালো গুলোয় উৎসাহ প্রদান করবে। আসলে আমাদের প্রত্যেকের জন্য এমন বন্ধু থাকা খুব দরকার।
    শুভেচ্ছা কবিকে।
 
Quantcast