দূরে
কবিতা
দূরে
কে,এইচ, মাহাবুব
*******************
সন্ধাকালে গাছের ডালে
কাকের ডাকা-ডাকি ,
ছোট খোকা যাচ্ছে দূরে
ডাকছে কাকা-কাকি ।
ঘরে এসো পড়তে বসো
পড়ায় দিওনা ফাঁকি ,
না লিখিয়া অ,আ
করোনা আর চালাকি ।
………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ২৩/০৮/২০০৭ ইং ।
দূরে
কে,এইচ, মাহাবুব
*******************
সন্ধাকালে গাছের ডালে
কাকের ডাকা-ডাকি ,
ছোট খোকা যাচ্ছে দূরে
ডাকছে কাকা-কাকি ।
ঘরে এসো পড়তে বসো
পড়ায় দিওনা ফাঁকি ,
না লিখিয়া অ,আ
করোনা আর চালাকি ।
………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ২৩/০৮/২০০৭ ইং ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৩/১০/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/১০/২০১৩সত্যিই খুব সুন্দর হয়েছে ছড়াটি।সবসময়ই আপনি ভালো ছন্দের ছড়া লিখেন।ধন্যবাদ।সেই সাথে ভালবাসা অনিমেষ।
-
সুবীর কাস্মীর পেরেরা ২২/১০/২০১৩দারুণ
অনেকটা ছোটবেলায় পড়া 'খোকন খোকন ডাক পাড়ি...কবিতার মতো ।
শুভেচ্ছা রইল ।।