শিয়াল মামা
কবিতা
শিয়াল মামা
কে,এইচ, মাহাবুব
*******************
শিয়াল মামা খেঁক শিয়াল
জন্ম একই গর্ভে ,
সময়ের পরিবর্তন
জন্ম একই পর্বে ।
দেখতে দু-জন ভিন্ন রকম
ভিন্ন সুরে ডাকে ,
শিয়াল মামা শিয়াল দলে
নেয় না কভু তাকে ।
শিয়াল মামা মুরগী নিয়ে
ভয়ে পালায় দূরে ,
খেঁক শিয়ালের সাহস অতি
থাকে মানব পুরে ।
শিয়াল মামা কুকুর ভয়ে
গ্রাম ছেড়ে পালায় ,
খেঁক্ শিয়াল টা প্রতিদিনই
বাড়ি বাড়ি জ্বালায় ।
………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ২৮/০৯/২০০৭ ইং ।
শিয়াল মামা
কে,এইচ, মাহাবুব
*******************
শিয়াল মামা খেঁক শিয়াল
জন্ম একই গর্ভে ,
সময়ের পরিবর্তন
জন্ম একই পর্বে ।
দেখতে দু-জন ভিন্ন রকম
ভিন্ন সুরে ডাকে ,
শিয়াল মামা শিয়াল দলে
নেয় না কভু তাকে ।
শিয়াল মামা মুরগী নিয়ে
ভয়ে পালায় দূরে ,
খেঁক শিয়ালের সাহস অতি
থাকে মানব পুরে ।
শিয়াল মামা কুকুর ভয়ে
গ্রাম ছেড়ে পালায় ,
খেঁক্ শিয়াল টা প্রতিদিনই
বাড়ি বাড়ি জ্বালায় ।
………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ২৮/০৯/২০০৭ ইং ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২০/১০/২০১৩
-
কে এইচ মাহাবুব ২০/১০/২০১৩সাখাওয়াৎ :আপনার জন্য ও শুভকামনা রইল ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৯/১০/২০১৩সুন্দর কিছু অবশ্যই বোঝাতে চেষ্টা করেছেন।তবে আমি তেমন ভালো পাঠক নই বলে বুঝতে পারলাম না।খুবই চমৎকার ছন্দের ব্যবহার হয়েছে কবিতা য়।ভালো লেগেছে পড়তে।ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্য।
শুভেচ্ছা রইল কবির জন্যে ।।