ঈদের বায়না
কবিতা
ঈদের বায়না
কে,এইচ, মাহাবুব
*******************
ঈদ এসেছে চাঁদ উঠেছে
পশ্চিম আকাশ পানে ,
ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে
সুর ধরেছে গানে ।
আছে কার নতুন পোশাক
করে বলা – বলি ,
ঈদ আনন্দে ফুঁটছে ফুল
পখিরা যায় চলি - ।
বিকাল বেলায় যাবো মেলায়
সোনা - মনির বায়না ,
টাকা দিও আব্বু – আম্মু
কিনব চিরুনি আয়না ।
.............. সমাপ্ত...............
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ১৯/০৯/২০০৭ ইং ।
ঈদের বায়না
কে,এইচ, মাহাবুব
*******************
ঈদ এসেছে চাঁদ উঠেছে
পশ্চিম আকাশ পানে ,
ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে
সুর ধরেছে গানে ।
আছে কার নতুন পোশাক
করে বলা – বলি ,
ঈদ আনন্দে ফুঁটছে ফুল
পখিরা যায় চলি - ।
বিকাল বেলায় যাবো মেলায়
সোনা - মনির বায়না ,
টাকা দিও আব্বু – আম্মু
কিনব চিরুনি আয়না ।
.............. সমাপ্ত...............
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ১৯/০৯/২০০৭ ইং ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে এইচ মাহাবুব ১৯/১০/২০১৩সাখাওয়াৎ :পড়ার জন্য ধন্যবাদ । ভাল থাকবেন ।
-
কে এইচ মাহাবুব ১৯/১০/২০১৩আহমাদ সাজিদ :আপনাকে পড়ার জন্য ধন্যবদ।
-
কে এইচ মাহাবুব ১৯/১০/২০১৩সুবীর কাস্মীর পেরের : ধন্যবাদ ভাল থাকবেন ।
-
সুবীর কাস্মীর পেরেরা ১৮/১০/২০১৩অনবদ্য
-
আহমাদ সাজিদ ১৭/১০/২০১৩সুন্দর ছড়া। ভাল....
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৭/১০/২০১৩চমৎকার ছন্দের সুন্দর কবিতা।খুবই ভালো লাগলো।কবিতা য় চমৎকার বিষয় ফুটে উঠেছে।ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা।