টুনটুনি
কবিতা
টুনটুনি
-কে,এইচ,মাহাবুব
********************
ছোট পাখি টুনটুনি
হাওয়ায় ভেসে –
উড়ে এসে –
গাছের ডালে বসে ,
অতি ছোট সে গাছে
গাছ বেয়ে –
লতা ছেয়ে
পড়ল পাখি ধসে ।
রোজ সকালে জেগে উঠে
পাখি – টাকে খুঁজি ,
হয়েছে কি রাতে খাওয়া ?
নয়তো খাও সুজি ।
............সমাপ্ত...............
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ০১/০৯/২০০৭ ইং ।
টুনটুনি
-কে,এইচ,মাহাবুব
********************
ছোট পাখি টুনটুনি
হাওয়ায় ভেসে –
উড়ে এসে –
গাছের ডালে বসে ,
অতি ছোট সে গাছে
গাছ বেয়ে –
লতা ছেয়ে
পড়ল পাখি ধসে ।
রোজ সকালে জেগে উঠে
পাখি – টাকে খুঁজি ,
হয়েছে কি রাতে খাওয়া ?
নয়তো খাও সুজি ।
............সমাপ্ত...............
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ০১/০৯/২০০৭ ইং ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে এইচ মাহাবুব ১৯/১০/২০১৩সাখাওয়াৎ : ধন্যবাদ ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৬/১০/২০১৩চমৎকার টুনটুনির কবিতা।সুন্দর হয়েছে।ধন্যবাদ এবং শুভেচ্ছা সেই সাথে শুভকামনা।