গরম অবস্থা
কবিতা
গরম অবস্থা
কে,এইচ, মাহাবুব
*******************
ঢাকায় এখন হট্টগোল
ছাত্র পুলিশ ধাওয়া ,
সেনা র্যাব ব্যাস্ত সকল
হয়না নাওয়া খাওয়া ।
ভাদ্রের রোদ লেগেছে মাথায়
মাথা গরম তাই ,
টিয়ার গ্যাস ছাড়ছে পুলিশ
আহত , ছাত্র ভাই ।
ইট পাটকেল ছোড়া-ছুড়ি
গাড়ি ভেঙ্গে গুড়া-গুড়ি
ট্রাকে আগুন জ্বলে ,
বন্ধ অফিস বন্ধ গাড়ি
হলো আজ কারফু জারী
দেশের বারোটা হা—হা—
এবার বলা চলে ।
.............. সমাপ্ত...............
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ১৯/০৯/২০০৭ ইং ।
গরম অবস্থা
কে,এইচ, মাহাবুব
*******************
ঢাকায় এখন হট্টগোল
ছাত্র পুলিশ ধাওয়া ,
সেনা র্যাব ব্যাস্ত সকল
হয়না নাওয়া খাওয়া ।
ভাদ্রের রোদ লেগেছে মাথায়
মাথা গরম তাই ,
টিয়ার গ্যাস ছাড়ছে পুলিশ
আহত , ছাত্র ভাই ।
ইট পাটকেল ছোড়া-ছুড়ি
গাড়ি ভেঙ্গে গুড়া-গুড়ি
ট্রাকে আগুন জ্বলে ,
বন্ধ অফিস বন্ধ গাড়ি
হলো আজ কারফু জারী
দেশের বারোটা হা—হা—
এবার বলা চলে ।
.............. সমাপ্ত...............
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ১৯/০৯/২০০৭ ইং ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে এইচ মাহাবুব ১৯/১০/২০১৩সাখাওয়াৎ : আমরা দেশকে ভালবাসি ঠিক আছে,কিন্তু যারা ভালবাসার তারা ভাল বাসে না । ধন্যবাদ ।
-
কে এইচ মাহাবুব ১৯/১০/২০১৩নির্জন : ধন্যবাদ ।
-
কে এইচ মাহাবুব ১৯/১০/২০১৩আহমাদ সাজিদ :ঠিক তাই, ধন্যবাদ । ঈদ মোবারক ।
-
আহমাদ সাজিদ ১২/১০/২০১৩ভাল; বাস্তবতায়.....
-
নির্জন ১২/১০/২০১৩খুব সুন্দর হয়েছে।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১২/১০/২০১৩ভালো লিখেছেন। তবে এখনো তো শুরু হয় নাই। আমরা সাধারণ জনগণ কখনোই চায় না দেশে এই পরিস্থিতি সৃষ্টি হোক। আমরা দেশ কে ভালবাসি দেশের মানুষকে ভালবাসি। তাই আমরা সবসময়ই চাইব দেশ এবং জনগণ যাতে ভালো থাকে। ধন্যবাদ কবিতা র জন্য।