স্বপ্নের রাত
কবিতা
স্বপ্নের রাত
-কে,এইচ,মাহাবুব
*******************************
কেগো মহিয়সী নারী
চঞ্চলা , চপলা মায়াবিনী ?
স্তন যুগলে পিপাশা বাড়ায়
বার বার ফিরে তাকাই ।
বার বার চড়ুই পাখি যেমন…
আশাতীতো ঘুম নেই দু – চোখে ।
কখন স্পর্শ করব ?
ফুটন্ত গোলাপের ন্যায়
কোমল মোলায়েম শরীর ।
অনর্গল মানুষ চারিদিকে ,
তাকিয়ে – তাকিয়ে মানুষের চোখে দেখি ।
চুমো দিব বলে কাছাকছি মুখ নিলাম…
দিয়েছি —– ।
তবুও সরিয়ে দিলো ,
নরম দু – হাতে জাপটে ধরে ।
বডড্ ব্যাথা পেয়েছি গালে ।
আহা – কি সুখ পেলাম !
সবাই দেখলো – ক্ষ্যাপলো
আমি লজ্জায় বিমোহিত ।
তবুও মানতে চাইনা – ছাড়তে চাই না
তোমার কাছ থেকে সুখ ছিনিয়ে নেবোই ?
তারপর স্পর্শ করলাম স্তন যুগল
আনন্দ – সুখ পরিহিতো নারীর ।
তুমি শুধু স্বপ্নেই আসলে – থাকলে
তবুও আবার ফিরে এসো… ।
…………সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ১১/০৮/২০০৭ইং
স্বপ্নের রাত
-কে,এইচ,মাহাবুব
*******************************
কেগো মহিয়সী নারী
চঞ্চলা , চপলা মায়াবিনী ?
স্তন যুগলে পিপাশা বাড়ায়
বার বার ফিরে তাকাই ।
বার বার চড়ুই পাখি যেমন…
আশাতীতো ঘুম নেই দু – চোখে ।
কখন স্পর্শ করব ?
ফুটন্ত গোলাপের ন্যায়
কোমল মোলায়েম শরীর ।
অনর্গল মানুষ চারিদিকে ,
তাকিয়ে – তাকিয়ে মানুষের চোখে দেখি ।
চুমো দিব বলে কাছাকছি মুখ নিলাম…
দিয়েছি —– ।
তবুও সরিয়ে দিলো ,
নরম দু – হাতে জাপটে ধরে ।
বডড্ ব্যাথা পেয়েছি গালে ।
আহা – কি সুখ পেলাম !
সবাই দেখলো – ক্ষ্যাপলো
আমি লজ্জায় বিমোহিত ।
তবুও মানতে চাইনা – ছাড়তে চাই না
তোমার কাছ থেকে সুখ ছিনিয়ে নেবোই ?
তারপর স্পর্শ করলাম স্তন যুগল
আনন্দ – সুখ পরিহিতো নারীর ।
তুমি শুধু স্বপ্নেই আসলে – থাকলে
তবুও আবার ফিরে এসো… ।
…………সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ১১/০৮/২০০৭ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।