লোড শেডিং
কবিতা
লোড শেডিং
-কে,এইচ,মাহাবুব
*************
বিদ্যুতের লোড শেডিং
লোড শেডিং বার বার ,
কেনাকাটা হয়না ভালো
হয়না ভালো কারবার ।
গরম হাওয়ায় গরম গা –
পাখা নাহি ঘুরে ,
নেই তার কোন ডানা
তবুও সে উড়ে ।
লাজ – লজ্জা নেই তার
সময়ে যায় চলে ,
অনেকে দেখায় ঝাড়ুর বারি
অনেকে মন্দ বলে ।
............সমাপ্ত...............
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ১১/০৮/২০০৭ইং
লোড শেডিং
-কে,এইচ,মাহাবুব
*************
বিদ্যুতের লোড শেডিং
লোড শেডিং বার বার ,
কেনাকাটা হয়না ভালো
হয়না ভালো কারবার ।
গরম হাওয়ায় গরম গা –
পাখা নাহি ঘুরে ,
নেই তার কোন ডানা
তবুও সে উড়ে ।
লাজ – লজ্জা নেই তার
সময়ে যায় চলে ,
অনেকে দেখায় ঝাড়ুর বারি
অনেকে মন্দ বলে ।
............সমাপ্ত...............
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ১১/০৮/২০০৭ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে এইচ মাহাবুব ১৯/১০/২০১৩মীর শওকত :ধনবাদ।ঈদ মোবারক ।
-
কে এইচ মাহাবুব ১১/১০/২০১৩রোদের ছায়া+সাখাওয়াৎ ভাই : আমি কিন্তু ঘুমের মধ্য মাঝে মাঝে প্রায়-ই উড়ি । ভাল থাকবেন ।
-
মীর শওকত ১০/১০/২০১৩ভাল
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১০/২০১৩আপনি চেষ্টা করেছেন সুন্দর কবিতা উপহার দিতে। আমারও ভালো লাগলো। তবে পাখা ছাড়া উড়া কিভাবে বুঝি না।
-
রোদের ছায়া ১০/১০/২০১৩ভাল হয়েছে। পাখা নেই তবু সে কিভাবে উড়ে বুঝ্লাম না ।