স্রষ্টা
কবিতা
স্রষ্টা
-কে,এইচ,মাহাবুব
....................................
*********************
মনের গহীনে মন্দির তুমি
চুমো খাচ্ছি তাই,
তোমার তরে মাথা মুঢ়ে
পাপের ক্ষমা চাই ।
তুমি আমার দেব দেবতা
তুমি সব মূলে,
তোমার তরে এসেছি ভবে
চাইনা যেতে ভূলে ।
কোথায় তোমার স্বর্গ নরক
সে জানো তুমি ,
আমায় ফেলে শুন্যের মাঝে
করলে সৃজন ভূমি ।
সর্বসৃষ্টি তোমার নাম
তুমিই প্রভু মহান,
সর্বসৃষ্টি তোমার আসমান-জমিন
সৃষ্টি সারা জাহান ।
তোমার তরে মাথা মূঢ়ে
লাক্ষো মানব কাঁদে ,
তোমায় ভূলে দূরে সরে
পড়ছে তারা ফাঁদে ।
.................সমাপ্ত...............
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ১৬/০৯/২০০৭ ইং ।
স্রষ্টা
-কে,এইচ,মাহাবুব
....................................
*********************
মনের গহীনে মন্দির তুমি
চুমো খাচ্ছি তাই,
তোমার তরে মাথা মুঢ়ে
পাপের ক্ষমা চাই ।
তুমি আমার দেব দেবতা
তুমি সব মূলে,
তোমার তরে এসেছি ভবে
চাইনা যেতে ভূলে ।
কোথায় তোমার স্বর্গ নরক
সে জানো তুমি ,
আমায় ফেলে শুন্যের মাঝে
করলে সৃজন ভূমি ।
সর্বসৃষ্টি তোমার নাম
তুমিই প্রভু মহান,
সর্বসৃষ্টি তোমার আসমান-জমিন
সৃষ্টি সারা জাহান ।
তোমার তরে মাথা মূঢ়ে
লাক্ষো মানব কাঁদে ,
তোমায় ভূলে দূরে সরে
পড়ছে তারা ফাঁদে ।
.................সমাপ্ত...............
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ১৬/০৯/২০০৭ ইং ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে এইচ মাহাবুব ১৯/১০/২০১৩ইনসিগনিয়া (অভি) : ধন্যবাদ ।
-
কে এইচ মাহাবুব ১৯/১০/২০১৩সাখাওয়াৎ : ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৯/১০/২০১৩চমৎকার ছন্দে সুনিপুণ উপস্থাপন। তবে একটু গুলিয়ে ফেলেছেন মহান সৃষ্টি কর্তা সেই সাথে দেব দেবতা এক জিনিস নয়। যেকোন এক দৃষ্টি কোণ থেকে দেখুন সেটাই ভালো। আপনার ভাবনা সত্যিই প্রসংশনীয়। তবে ভুল বানান যদি ভুল ই. হয়ে যায় তাহলেতো সমস্যা। ধন্যবাদ। ভালবাসা রইল।
-
Înšigniã Āvî ০৯/১০/২০১৩অনবদ্য.....