কি পেয়েছি
কবিতা
কি পেয়েছি...
-কে,এইচ,মাহাবুব
***********************
তুমিই তো কও,
তুমি শুধু আমার অন্য কারো নও ।
পারবে কি আমার হাতে রাখতে হাত ,
পারবে কি বিয়ে ছাড়াই কাটাতে রাত ।
আমি তোমার সব কথা রেখেছি ,
তাইতো আজও তোমায় ভাল বেসেছি ।
আমার বিচারে ও তুমিই আমায় গিয়েছো ভূলে ,
আজ তোমার আছে সব; তাইতো আমায় রেখে যাও চলে ।
তোমার মনকে প্রশ্ন করো ,
তোমার আমার প্রতি কত ছিল টান , কত ছিল মায়া ,
দেখা দিতে প্রতিদিন কথা হতো প্রতিদিন ,
আজ আমার কথা পরেনা মনে , পাড়াতে চাওনা আমার ছায়া ।
আসলে আমি তোমাদের মতো অমন পারিনা ,
অন্য কোন ছেলের মতো ও হতে পারি না ।
আমি শুধু আমাকেই জানি ,
তাইতো আমার কথা এবং আমাকেই মানি ।
কষ্ট পেতে হয় নিজেকে সর্বক্ষন সবার অজান্তে ,
মনের কান্নায় ভেসে যায় দিন দিনান্তে ।
............সমাপ্ত...............
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ২৪/০৫/২০১১ ইং ।
অভিযোগ করুন
কি পেয়েছি...
-কে,এইচ,মাহাবুব
***********************
তুমিই তো কও,
তুমি শুধু আমার অন্য কারো নও ।
পারবে কি আমার হাতে রাখতে হাত ,
পারবে কি বিয়ে ছাড়াই কাটাতে রাত ।
আমি তোমার সব কথা রেখেছি ,
তাইতো আজও তোমায় ভাল বেসেছি ।
আমার বিচারে ও তুমিই আমায় গিয়েছো ভূলে ,
আজ তোমার আছে সব; তাইতো আমায় রেখে যাও চলে ।
তোমার মনকে প্রশ্ন করো ,
তোমার আমার প্রতি কত ছিল টান , কত ছিল মায়া ,
দেখা দিতে প্রতিদিন কথা হতো প্রতিদিন ,
আজ আমার কথা পরেনা মনে , পাড়াতে চাওনা আমার ছায়া ।
আসলে আমি তোমাদের মতো অমন পারিনা ,
অন্য কোন ছেলের মতো ও হতে পারি না ।
আমি শুধু আমাকেই জানি ,
তাইতো আমার কথা এবং আমাকেই মানি ।
কষ্ট পেতে হয় নিজেকে সর্বক্ষন সবার অজান্তে ,
মনের কান্নায় ভেসে যায় দিন দিনান্তে ।
............সমাপ্ত...............
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ২৪/০৫/২০১১ ইং ।
অভিযোগ করুন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে এইচ মাহাবুব ০৮/১০/২০১৩ইনসিগনিয়া (অভি) : আপনি তো সব জায়গাতেই আছেন , ধন্যবাদ আপনাকে ।
-
কে এইচ মাহাবুব ০৮/১০/২০১৩বৈশাখী ঝড় : ঠিক তা জানি না , ধন্যবাদ আপনাকে ।
-
কে এইচ মাহাবুব ০৮/১০/২০১৩ডাঃ প্রবীর আচার্য নয়ন : কবে পাবো ? এমনিতেই রাতে ঘুম হয় না । এখন তো আরো হবে না । ভাল থাকবেন ধন্যবাদ ।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৮/১০/২০১৩কিছু পেয়েছেন কিনা জানিনা। তবে এভাবে লিখে গেলে অচিরেই অনেক কিছু পেয়ে যাবেন। খুব ভালো লেগেছে কবিতা
-
মোকসেদুল ইসলাম ০৮/১০/২০১৩সহজ, সাবলীল ভাষা। সুন্দর হয়েছে।
-
কে এইচ মাহাবুব ০৮/১০/২০১৩ইনসিগনিয়া (অভি) :আপনাকে ধন্যবাদ , ভাল থাকবেন ।
-
কে এইচ মাহাবুব ০৮/১০/২০১৩সাখাওয়াৎ : বর্তমানে ওটা কোন বিষয় নয় , সেটা আপনি ভাল করেই জানেন । আপনাকে ধন্যবাদ , ভাল থাকবেন ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৮/১০/২০১৩ভালো আপনার ভাবনা। তবে চতুর্থ লাইনে আমার আপত্তি আছে।এটা ভালবাসার শর্ত হতে পারে না।
-
Înšigniã Āvî ০৮/১০/২০১৩খুব ভাল ছন্দ....
আর সাবলীল কবিতা -
কে এইচ মাহাবুব ০৮/১০/২০১৩সুবীর কাস্মীর পেরেরা :যদি লেগে থাকে তবে ভাল । সু্ন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ , ভাল থাকবেন ।
-
সুবীর কাস্মীর পেরেরা ০৮/১০/২০১৩দারুণ লেগেছে মাহবুব ভাই